নটরডেম কলেজের বিজ্ঞান মেলার রেজিস্ট্রেশন শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৭:৪৪ PM , আপডেট: ২৬ মার্চ ২০২৫, ০৯:৪৫ AM

নটরডেম বিজ্ঞান ক্লাব আয়োজন করছে ‘নটরডেম বার্ষিক বিজ্ঞান উৎসব-২০২৫ এবং ৩৪তম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা’। ইতোমধ্যে শুরু হয়েছে এ মেলার রেজিস্ট্রেশন। আর মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দ্যা ডেইলি ক্যাম্পাস। আজ মঙ্গলবার (২৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবের সংগঠক শেখ শাদাব নূর।
তিনি জানান, বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞান উৎসবটি আগামী ৩০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত টানা ৩ দিন চলবে। ইতোমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
আরো পড়ুন: মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার
উল্লেখ্য, ১৯৪৯ সালে ১৯ জন শিক্ষার্থী নিয়ে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে যাত্রা শুরু হয় নটরডেম কলেজের সেন্ট গ্রেগরিজ হাইস্কুল নামে। পরবর্তীতে ১৯৫৫ সালে ঢাকার মতিঝিলে বড় পরিসরে নতুন ক্যাম্পাসে যাত্রা শুরু করে মিশনারী এই প্রতিষ্ঠানটি। ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নটরডেম কলেজের বয়স প্রায় ৭৬ বছর অতিক্রম করছে।
১৯৪৭ সালে দেশভাগের পর পূর্ব ও পশ্চিম পাকিস্তান নামে মুসলিম অধ্যুষিত পাকিস্তান গঠিত হয়। পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) গঠিত হলে শিক্ষা বিস্তারে তৎকালীন সরকার ক্যাথলিক চার্চের প্রধানকে কয়েকটি কলেজ স্থাপনের অনুরোধ জানান।
সরকারের এই অনুরোধের প্রেক্ষিতে পূর্ব পাকিস্তানের ক্যাথলিক চার্চের প্রদান আর্চবিশপ লরেন্স গ্রেনার ছেলেদের জন্য কলেজ স্থাপনের নির্দেশ দেন হলি ক্রস সন্ন্যাস সংঘের যাজক ও সিস্টারদেরকে। সে নির্দেশের প্রেক্ষিতে ১৯৪৯ সালে লক্ষ্মীবাজারে সেন্ট গ্রেগরিজ কলেজ নামে সেন্ট গ্রেগরিজ হাইস্কুলে ক্লাস শুরু করে।
আরো পড়ুন: নববর্ষের শোভাযাত্রায় শহীদ আবু সাঈদের ভাস্কর্য রাখার প্রাথমিক সিদ্ধান্ত
বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী, ১৯৪৯ সালে ঢাকার লক্ষ্মীবাজারে হলিক্রস ফাদারগণ কর্তৃক ‘সেন্ট গ্রেগরি কলেজ’ নামে প্রথমে ক্যাথলিক কলেজ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। ১৯৫০ সালে ৬১/১ সুভাষবোস এভিনিউর একটি ভবনে কলেজটি স্থানান্তরিত হয় এবং একটি পূর্ণাঙ্গ কলেজ হিসেবে কাজ শুরু করে।
১৯৫৪ সালে এটি মতিঝিলের বর্তমান স্থানে স্থানান্তরিত হয় এবং মা মেরির নামানুসারে এর নামকরণ করা হয় নটর ডেম কলেজ। পবিত্র ক্রুশ সন্ন্যাস সংঘের ফাদারদের নীতি ও আদর্শ দ্বারা কলেজটি পরিচালিত হয়।