রাতের আঁধারে ৫০ শতক জমির করলা-চিচিঙ্গা গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা

করলা ও চিচিঙ্গা ক্ষেতে কাজ করছেন কৃষক আঞ্জু মিয়া
করলা ও চিচিঙ্গা ক্ষেতে কাজ করছেন কৃষক আঞ্জু মিয়া  © টিডিসি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ৫০ শতাংশ জমির করলা ও চিচিঙ্গার গাছ রাতের আঁধারে উপড়ে ফেলল দুর্বৃত্তরা। এ ঘটনায় ৩ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে কৃষক আঞ্জু মিয়ার (২৫)।

সোমবার (৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার নয়নসুখ গ্রামের ডুবাইল বিল এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক আঞ্জু মিয়া তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের নয়নসুখ গ্রামের দুলাল ব্যাপারীর ছেলে।

আঞ্জু মিয়া জানান, প্রায় দেড় মাস আগে তিনি এককালীন জমা দিয়ে ৫০ শতক জমি বন্ধক নিয়েছিলেন। সেখানে করলা ও চিচিঙ্গার চাষ শুরু করেন। গাছগুলো ভালোভাবেই বেড়ে উঠছিল। কিন্তু সোমবার ভোরে জমিতে গিয়ে দেখেন, প্রায় হাজারখানেক গাছ উপড়ে ফেলা হয়েছে।

আরও পড়ুন: জবির ভর্তিতে কোটায় আবেদনের তারিখ ঘোষণা

তিনি বলেন, ‘এত বড় ক্ষতির শিকার হব ভাবতেও পারিনি। কারও সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমি মানুষের কাছ থেকে জমি নিয়ে চাষ করে সংসার চালাই। এই জমির ওপরেই আমার পরিবার নির্ভরশীল। জমিতে প্রায় ৩ লাখ টাকার মতো খরচ হয়েছে। আর সপ্তাহ দুই পরেই বিক্রি শুরু হতো প্রায় ৬ লাখ টাকা আয় হতে পারত। এ ঘটনায় আমি ও আমার পরিবার সর্বস্বান্ত হয়ে গেলাম।’

আঞ্জুর মা হেনা আক্তার বলেন, ‘আমাদের কোনো জমিজমা নেই। এই জমিটাই ছিল আমাদের ভরসা। আমার ছেলেদের এইভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি এর বিচার চাই।’

নয়নসুখ গ্রামের বাসিন্দা আবু হানিফ বলেন, ‘আঞ্জু মিয়া একজন গরিব মানুষ। তার নিজের কোনো জমি নেই মানুষের কাছ থেকে জমি নিয়ে চাষ করে চলে। তারা কোনো ঝামেলার মধ্যে নেই। কয়েক দিন আগে এলাকায় একটা গণ্ডগোল হয়েছিল, সম্ভবত সেই ঘটনার প্রতিপক্ষ এভাবে প্রতিশোধ নিতে এমন কাজ করেছে।’

আরও পড়ুন: পদত্যাগে বাধ্য করা শিক্ষকদের বেতন ইএফটিতে যুক্ত করার নির্দেশ

স্থানীয় কৃষক হাসেম মিয়া বলেন, ‘দুলাল ভাইয়ের ছেলেরা জমি বন্ধক নিয়ে চাষ করে সংসার চালায়। এইভাবে গাছগুলো উপড়ে ফেলায় ওদের এখন না খেয়ে মরতে হবে। আমরা প্রশাসনের কাছে এর বিচার চাই।’

এ বিষয়ে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। যদি লিখিত অভিযোগ পাই তাহলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ