পদ্মার ২৫ কেজি ওজনের কাতলা ৬০ হাজার টাকায় বিক্রি
- রাজবাড়ী প্রতিনিধি
- প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০২:১৮ PM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৫, ০২:২১ PM

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের বড় একটি কাতলা মাছ। মাছটি অনলাইনের মাধ্যমে গাজীপুরে ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।
আজ শুক্রবার (৪ এপ্রিল) সকালে আরিচা ও নগরবাড়ী ঘাটের মাঝামাঝি এলাকা থেকে জেলে পরান হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, জেলে পরান হালদার তার সঙ্গীদের নিয়ে আরিচা ও নগরবাড়ী এলাকার মাঝামাঝি এলাকায় জাল ফেললে তাদের জালে ২৫ কেজি ওজনের বড় একটি কাতলা মাছ আটকা পড়ে। পরে তারা মাছটি বিক্রির জন্য মোবাইল ফোনে দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখের সঙ্গে যোগাযোগ করলে তিনি ২ হাজার ৩০০ টাকা কেজি দরে ৫৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন।
আরও পড়ুন: সংস্কার শেষে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই প্রধান লক্ষ্য : ড. ইউনূস
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার শাকিল সোহান মৎস্য আড়তের মালিক মো. শাহাজাহান শেখ বলেন, ‘জেলে পরান হালদারের সঙ্গে সরাসরি মোবাইল ফোনে যোগাযোগ করে তার কাছ থেকে ২৫ কেজি ওজনের কাতলা মাছটি ২ হাজার ৩০০ টাকা কেজি দরে ৫৭ হাজার ৫০০ টাকায় কিনে নিই। পরে গাজীপুরের এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে ৬০ হাজার টাকায় বিক্রি করেছি।’