নির্বিঘ্ন ঈদযাত্রা, বদলে গেছে ভোগান্তির চেনা চিত্র 

  © সংগৃহীত

প্রতিবছর ঈদযাত্রার সঙ্গে ভোগান্তি যেন অবধারিত সত্য। ট্রেনের বিলম্ব, টিকিট নিয়ে দুর্ভোগ, গাদাগাদি ভিড়—এসব চিত্র দীর্ঘদিন ধরে ঈদযাত্রার অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এবার সেই দৃশ্যপট কিছুটা বদলে গেছে। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রীদের নির্বিঘ্নে রওনা হতে দেখা গেছে, যা অনেকের কাছেই অবিশ্বাস্য লাগছে।

ট্রেন ছাড়ছে নির্ধারিত সময়ে, নেই বিলম্বের বিড়ম্বনা

ঈদে ট্রেন বিলম্বের ঘটনা যেন স্বাভাবিক হয়ে গিয়েছিল। কিন্তু এবার সেই বাস্তবতা পাল্টেছে। আজ শনিবার সকাল থেকে এখন পর্যন্ত কোনো ট্রেনই কমলাপুর রেলস্টেশন থেকে নির্ধারিত সময়ের পর ছাড়েনি। এমনকি প্ল্যাটফর্মে ট্রেনের ছাদে ওঠার সেই চিরচেনা দৃশ্যও দেখা যাচ্ছে না। তবে ট্রেনের কোচগুলো যাত্রীতে ঠাসা, অনেকেই দাঁড়িয়ে যাচ্ছেন, তবে তুলনামূলকভাবে যাত্রীসংখ্যা কম বলে মনে করছেন অনেকেই।

স্টেশনে যাত্রীর অপেক্ষা, কিন্তু অতিরিক্ত ভিড় নেই

শনিবার সকালে কমলাপুর স্টেশন ঘুরে দেখা গেছে, যাত্রীরা ট্রেন ছাড়ার অন্তত এক থেকে দেড় ঘণ্টা আগেই স্টেশনে এসে হাজির হচ্ছেন। তবে আশ্চর্যের বিষয় হলো, আগের মতো ঠেলাঠেলি কিংবা গেটের সামনে অতিরিক্ত চাপ দেখা যায়নি। রংপুর এক্সপ্রেসের যাত্রী মনিরুজ্জামান জানালেন, “ট্রেন ছাড়বে সকাল ৯টা ১০ মিনিটে। আগের অভিজ্ঞতা থেকে সিট না পাওয়ার শঙ্কায় আগেভাগেই চলে এসেছিলাম। তবে এসে দেখলাম ভিড় তেমন নেই। ট্রেনে ওঠার পর সিটগুলো পূর্ণ হয়ে গেলেও দাঁড়িয়ে থাকা যাত্রীর সংখ্যা খুবই কম।”

অন্যদিকে জামালপুর এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষমাণ যাত্রীদের দেখা গেছে সকাল ৯টা থেকেই, যদিও ট্রেনের নির্ধারিত সময় সকাল ১০টা। যাত্রী রেদোয়ান ইসলাম বললেন, “এবারের ঈদযাত্রা আগের যেকোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক। যদিও টিকিট কাটতে ঝামেলা পোহাতে হয়েছে, কিন্তু ট্রেন ঠিক সময়ে ছাড়ছে—এটা আমাদের জন্য দারুণ স্বস্তির খবর।”

স্টেশন ম্যানেজমেন্ট বলছে কী?

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানান, সকাল ৯টা পর্যন্ত ১০টি আন্তঃনগর ট্রেন দেশের বিভিন্ন রুটে ছেড়ে গেছে, যার একটিও বিলম্ব করেনি। সকালে কিছু ট্রেনে চাপ বেশি থাকলেও এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে জানান তিনি।

ঈদযাত্রার নতুন বাস্তবতা

যাত্রীদের মতে, এবারের ঈদযাত্রায় ট্রেনের শৃঙ্খলা অনেকটাই ভালো হয়েছে। যাত্রীরা বলছেন, এমন স্বস্তির ঈদযাত্রা তারা আগে কখনো দেখেননি। যদিও সব সমস্যা একেবারে দূর হয়নি, তবে ট্রেনযাত্রায় বিলম্বের দুর্ভোগ কমে যাওয়া নিঃসন্দেহে একটি ইতিবাচক পরিবর্তন। এবারের ঈদযাত্রা কি ভবিষ্যতে নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে? সময়ই দেবে তার উত্তর।


সর্বশেষ সংবাদ