ঝালকাঠিতে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ
- ঝালকাঠি প্রতিনিধি
- প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১১:৩৩ AM , আপডেট: ২৬ মার্চ ২০২৫, ১১:৩৩ AM

ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৪ মার্চ) এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
অভিযোগকারীদের দাবি, ঈদুল ফিতরের ভিজিএফ কার্ডের চাল প্রতি পরিবারের জন্য ১০ কেজি করে বরাদ্দ থাকলেও কেউ কেউ ৮-৯ কেজি করে চাল পেয়েছেন। এ ছাড়া বিতরণের ক্ষেত্রেও স্বজনপ্রীতি দেখানো হয়েছে।
পরিষদে চাল নিতে আসা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হেলালউদ্দিন বলেন, ‘আমি রোজায় রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে কষ্ট করে চাল নেই। পরে বাড়িতে গিয়ে সন্দেহ হলে স্থানীয় একটি দোকানে গিয়ে মেপে দেখি মাত্র ৮ কেজি ৬২৪ গ্রাম। অথচ ১০ কেজি চাল পাওয়ার কথা ছিল।’
আরও পড়ুন: বেতন-ভাতা নিয়ে অনিশ্চয়তা, নীরবে চোখের পানি ফেলছেন শিক্ষকরা
তবে ইউপি সচিব হেমায়েত উদ্দিন হিমু এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, এ বছর ইউনিয়নে ৬৭৬টি পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণে কোনো অনিয়ম হয়নি এবং প্রত্যেকেই নির্ধারিত পরিমাণ চাল পেয়েছেন। স্থানীয় বিএনপি নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের সামনেই চাল বিতরণ করা হয়েছে। এখানে কোনো ধরনের অনিয়ম হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি দসর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বলেন, ‘কেওড়া ইউনিয়নের ভিজিএফ কার্ডের চাল বিতরণের অনিয়মের কথা আমি মৌখিকভাবে শুনেছি। তবে এটা হওয়ার কথা না। ভিজিএফ কার্ডের সদরের প্রতিটি ইউনিয়নে একইভাবে ১০ কেজি হারে চাল দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ হাতে পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’