পিরোজপুরে বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

  © সংগৃহীত

পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপি নেতার বিরুদ্ধে দায়ের করা মামলায় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম কারাগারে রয়েছেন। বালিপাড়া ইউনিয়নের ২নং ঢেপসাবুনিয়া ওয়ার্ড ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি রাজনৈতিক প্রতিবন্ধকতার শিকার হয়েছেন এবং পারিবারিক শত্রুতার কারণেই মামলাী হয়েছেন। 

২০২৪ সালের ১ সেপ্টেম্বর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ঘোষেরহাট বাজারে বিএনপি মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বিএনপি নেতা কবির হোসেন বাদী হয়ে ৪৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় জাহিদুল ইসলাম ৯ নম্বর আসামি হিসেবে চিহ্নিত হন। পুলিশ ২৭ ফেব্রুয়ারি তাকে আটক করে কারাগারে পাঠায়। 

জাহিদুলের পিতা সুলতান হাওলাদার মন্তব্য করেন, "আমার ছেলে রাজনৈতিক অঙ্গ সংগঠন ছাত্রদলের সাথে জড়িত। পারিবারিক শত্রুতার কারণে তার এবং আমার বড়ভাই রনির বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।" 

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আল-আমিন হোসেন বলেন, "জাহিদুলের গ্রেপ্তারের খবর পাওয়ার পর আমরা তার জামিনের জন্য চেষ্টা করছি।" 

মামলার বাদী কবির হোসেন জানিয়েছেন, "ভুলবশত জাহিদুলের নাম মামলায় অন্তর্ভুক্ত হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নথি সংশোধন করা হবে।"


সর্বশেষ সংবাদ