ধর্ষকদের প্রশ্রয় দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার: বাকৃবি ছাত্রদল

মানববন্ধন
মানববন্ধন  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ধর্ষণকাণ্ডগুলো ঘটানো হচ্ছে। আমি মনে করি, অন্তর্বর্তীকালীন সরকার বিচার বিলম্ব করার মাধ্যমে তাদের প্রশ্রয় দিচ্ছে।

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

আজ সোমবার (১০ মার্চ) শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের মুক্তমঞ্চের সামনে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।

মো. আতিকুর রহমান বলেন, আমরা এখন এমন একটি সময় অবস্থান করছি যখন বাংলাদেশের পতাকাকে রক্তে রঞ্জিত করছে কিছু ধর্ষক। আমরা সকল ধর্ষকদের ফাঁসির দাবি জানাই।

এ সময় শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে আমরা বিশ্বাস করি। নির্বাচন বিলম্ব করে দেশকে ফ্যাসিবাদ আমলের মত গণতন্ত্রহীন করে রাখার কারণেই দেশের আইন শৃঙ্খলার এই সার্বিক অবনতি।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব, মো. তরিকুর ইসলাম তুষার, সদস্য মিজানুর রহমান স্বপ্নীল এবং ইসমাইল হোসেন হৃদয়সহ হল পর্যায়ের শতাধিক নেতাকর্মী।ড


সর্বশেষ সংবাদ