আকর্ষণীয় বেতনে নৌপরিবহন কর্তৃপক্ষে চাকরির সুযোগ

বিআইডব্লিউটিএ লোগো
বিআইডব্লিউটিএ লোগো  © লোগো

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। প্রতিষ্ঠানটি নবম গ্রেডে ‘সহকারী পরিচালক’ পদে লোকবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের একটি স্বায়ত্তশাসিত সংস্থা। এটি দেশের অভ্যন্তরীণ নৌ চলাচল নিয়ন্ত্রণ করে। সংস্থাটি বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন। এর প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে। ১৯৫৮ সালের ৩১ অক্টোবর সংস্থাটি গঠিত হয়।

আরও পড়ুন: পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ চাকরিপ্রত্যাশীদের অবরোধ

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)

প্রতিষ্ঠানের ধরন: সরকারি

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী- পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী পরিচালক (মেরিন সেফটি)

পদসংখ্যা: ২টি

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২২ তারিখে ২১-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আরও পড়ুন: প্রয়োজন হলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

মাসিক বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা। গ্রেড: ৯

যোগ্যতা: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নৌযান ও নৌযন্ত্র কৌশলে বা নৌ স্থাপত্যে প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা অনলাইনের এই লিঙ্ক থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগামী ৩১ জানুয়ারি ২০২২ পর্যন্ত।


সর্বশেষ সংবাদ