১১ প্রভাষকসহ ১৪ শিক্ষক নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৯ মার্চ ২০১৯, ০৪:০১ PM , আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৪:০১ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১১ জন প্রভাষক এবং ৩ জন সহকারী অধ্যাপকসহ মোট ১৪ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে। শুধু বাংলাদেশি নাগরিকরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে।
১১ প্রভাষক: ফিন্যান্স বিভাগে ২জন, গণিত বিভাগে ২জন, অর্থনীতি বিভাগে ৩জন, লোক প্রশাসন বিভাগে ১জন, ভূমি ব্যবস্থাপনা ও আইনে ২জন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ১জন। মোট ১১ জন প্রভাষক নিয়োগ দিবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
৩ সহকারী অধ্যাপক: ভূমি ব্যবস্থাপনা ও আইনে ২জন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ১জন। মোট ৩ জন সহকারী অধ্যাপক নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন স্কেল ও সাধারণ শর্তাবলীসহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd-এ পাওয় যাবে।
আবেদনের শেষ তারিখ: আবেদন করা যাবে আগামী ০৪/০৪/২০১৯ তারিখ পর্যন্ত।
বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন...