লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করল সরকারি কর্মচারী হাসপাতাল
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৭:৪১ PM , আপডেট: ২৩ মার্চ ২০২৫, ০৭:৪১ PM

লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করল সরকারি কর্মচারী হাসপাতাল। প্রতিষ্ঠানটি ১১তম-২০তম গ্রেডের ৩৬ ক্যাটাগরির ১৯১টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৬ ক্যাটাগরির ১৯১ পদের লিখিত পরীক্ষা আগামী ১৮ এপ্রিল এবং ২ ও ১৬ মে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তি অনুসারে রাজধানীর ইডেন মহিলা কলেজে নেওয়া হবে এ পরীক্ষা। লিখিত পরীক্ষার সময় ও তারিখ প্রার্থীর মোবাইলে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন।