বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি, বেতন সর্বোচ্চ ৩৮,৪০০

৬ পদে ১২ কর্মী নিয়োগে আবেদন চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে
৬ পদে ১২ কর্মী নিয়োগে আবেদন চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে   © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। প্রতিষ্ঠানটি ৬ পদে ১২ কর্মী নিয়োগে ১৭ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২৭ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড;

১. পদের নাম: অপস অ্যাসিস্ট্যান্ট রুট অ্যান্ড ফুয়েল;

পদসংখ্যা: ৪টি; 

বেতন: ১৫,‍৯০০—৩৮,৪০০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার প্রতিটিতে জিপিএ ৫ স্কেলে ৫ থাকতে হবে;

আরও পড়ুন: ইউএস-বাংলা এয়ারলাইন্স নেবে করপোরেট কোয়ালিটি অডিটর, বেতন ৩০,০০০

২. পদের নাম: ওয়ার্ক সুপারভাইজার (সিভিল);

পদসংখ্যা: ২টি; 

বেতন: ১৫,‍৯০০—৩৮,৪০০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে; 

*এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলে জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে এবং ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে জিপিএ ৪ স্কেলে ২.৮ থাকতে হবে। এ ছাড়া ‘ও’ লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে ‘সি’ থাকতে হবে;

৩. পদের নাম: সিনিয়র ফার্মাসিস্ট/স্টোর/বিল সহকারী;

পদসংখ্যা: ১টি; 

বেতন: ১৫,‍৯০০—৩৮,৪০০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান বিভাগে এসএসসি পাস থাকতে হবে;

*বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে ফার্মাসিতে ন্যূনতম ৩ বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে; 

আরও পড়ুন: ৩০ হাজার বেতনে চাকরি ইউএস-বাংলা এয়ারলাইন্সে, বয়স ২২ হলেই আবেদন

৪. পদের নাম: জুনিয়র ইলেকট্রিশিয়ান;

পদসংখ্যা: ৩টি; 

বেতন: ১১,০০০—২৬,৫৯০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*এসএসসি পাস হতে হবে;

*স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যালে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে;

*স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিশিয়ান হিসেবে ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ৩৯ হাজার বেতনে চাকরি বেসরকারি সংস্থায়, বয়স ২২ হলেই আবেদন

৫. পদের নাম: প্লাম্বার;

পদসংখ্যা: ১টি; 

বেতন: ১১,০০০—২৬,৫৯০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*এসএসসি পাস হতে হবে;

*স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্লাম্বিংয়ের সনদ থাকতে হবে;

*স্বীকৃত প্রতিষ্ঠানে প্লাম্বার হিসেবে ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

৬. পদের নাম: কার্পেন্টার;

পদসংখ্যা: ১টি; 

বেতন: ১১,০০০—২৬,৫৯০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*এসএসসি পাস হতে হবে;

*স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কার্পেন্টারের সনদ থাকতে হবে;

*স্বীকৃত প্রতিষ্ঠানে কার্পেন্টার হিসেবে ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: নন-ক্যাডারে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি, পদ ১,৭২২

চাকরির ধরন:  চুক্তিভিক্তিক (প্রাথমিকভাবে ৩ বছরের জন্য)। সন্তোষজনকভাবে ৩ বছর চুক্তি শেষ হলে যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ৪ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরাে এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৫, বিকেল ৫টা;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম


সর্বশেষ সংবাদ