প্রধান উপদেষ্টার কার্যালয়ের ৬ষ্ঠ গ্রেডের পদে মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন  © ফাইল ছবি

প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন এনজিও বিয়ষক ব্যুরো উচ্চতর স্কেলভুক্ত ‘প্রোগ্রামার’ (৬ষ্ঠ গ্রেড) পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৮ নভেম্বর এ পরীক্ষা প্রকাশিত হবে বলে পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরোর ৬ষ্ঠ গ্রেডভুক্ত ‘প্রোগ্রামার’ পদে (নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর-২৮, ২৬ জুন ২০২৩) আবেদনকারীদের মধ্যে সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। আগামী ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: ‍জুলাইয়ের আন্দোলনে ঢাবি ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ ছাত্রলীগ-পুলিশকে দিতেন এই অধ্যাপক!

মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার, চলতি দায়িত্ব) স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ