চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ নির্ধারণ সুন্দর ও যৌক্তিক: সারজিস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৩:৫৫ PM , আপডেট: ২৪ অক্টোবর ২০২৪, ০৩:৫৫ PM
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর নির্ধারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব সারজিস আলম।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তিনি বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি। এটিই সবচেয়ে সুন্দর ও যৌক্তিক সিদ্ধান্ত।
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে দীর্ঘ ১২ বছর থেকে একদল শিক্ষার্থী আন্দোলন করছেন। সর্বশেষ আজ দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করার সিদ্ধান্ত হয়।