সরকারিভাবে বাংলাদেশি চিকিৎসক নিচ্ছে মালদ্বীপ, আবেদন শেষ ২ মার্চ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৮ PM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৭ PM
সরকারিভাবে বাংলাদেশ থেকে মালদ্বীপে চিকিৎসক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হবে। মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে হাসপাতালগুলোয় চিকিৎসক নেবে দেশটি। আবেদনের শেষ সময় আগামী ২ মার্চ।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বোয়েসেল’র ওয়েবসাইটে নিয়োগের এই বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন হাসপাতালে মেডিকেল অফিসার, সার্জন, ফিজিশিয়ানসহ বেশ কিছু পদে ৭৬ জন ডাক্তার নিয়োগ দেয়া হবে।
পদের সংখ্যা
৫০ জন মেডিকেল অফিসার, গাইনোকোলজিস্ট ৫, সার্জন ৫, অর্থোপেডিস্ট ২, রেডিওলজিস্ট ৩, শিশুরোগ–বিশেষজ্ঞ ২, ফিজিশিয়ান ৬ ও অ্যানেসথেটিস্ট ৩ জন।
সুযোগ সুবিধা:
চাকরির চুক্তির মেয়াদ ২ বছর। সপ্তাহে ৬ দিন এবং প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করতে হবে। এক্ষেত্রে মাসিক বেতন ২ লাখ টাকার উপরে। এছাড়া প্রাথমিক চিকিৎসা ও খাওয়া খরচ এবং বিমানভাড়া বহন করবে দেশটির স্বাস্থ মন্ত্রণালয়।
আবেদনের শর্ত
প্রতিটি পদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধাগুলো, দায়িত্ব, চাকরির চুক্তি, অভিজ্ঞতা ও চাকরির শর্ত এই লিংকে পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীদের অবশ্যই চাকরির শর্তগুলো পড়ে আবেদন করতে হবে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অন্যান্য তথ্যসহ এই লিংকের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয়।
খরচ
চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ ও আনুষঙ্গিক খরচসহ মোট ৫৬ হাজার ৩৫০ টাকার পে–অর্ডার বোয়েসেলে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এছাড়াও বিস্তারিত জানতে যোগাযোগ করুন প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা- ১০০০।