মাধ্যমিকে ১৩৭৮ শিক্ষক নিয়োগ দেবে কর্ম কমিশন

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক/শিক্ষিকা পদে ১৩৭৮ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে তাদের নিয়োগ দেওয়া হবে। সরকারি হাইস্কুলের সহকারী শিক্ষক পদটি দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেওয়ার পর এই প্রথমবারের মতো সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি। নিয়োগের আবেদন ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। চলবে ৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত। 

রোববার (৯ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, বাংলায় ৩৬৫ জন, ইংরেজিতে ১০৬জন, গণিতে ২০৫ জন,  সমাজিক বিজ্ঞানে ৮৩ জন, ভৌতবিজ্ঞানে ১০ জন, জীববিজ্ঞান ১১৮ জন, ব্যবসায় শিক্ষায় ৮ জন, ভূগোলে ৫৪ জন, চারুকলায় ৯২জন, শারীরিক শিক্ষায় ৯৩ জন, ধর্মে ১৭২জন এবং কৃষি শিক্ষায় ৭২ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। 

বেতন স্কেল: সহকারী শিক্ষক/শিক্ষিকা পদে জাতীয় বেতনস্কেল-২০১৫ এর দশম গ্রেড অনুযায়ী ১৬,০০০/- ৩৮,৬৪০/ টাকা ও নিয়মানুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে bpsc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

 


সর্বশেষ সংবাদ