১৬ কর্মী নেবে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফিস

১৬ জন নেবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
১৬ জন নেবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ময়মনসিংহ কার্যালয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন শূন্য পদে লোকবল নেবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত।

১. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা :২টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড -১৪)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা:১টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান 

৩. পদের নাম: জারিকার
পদসংখ্যা: ৩টি
বেতন: ৮,৫০০-২০,৫৭০ (গ্রেড-১৯)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান 

৪. পদের নাম: দপ্তরি 
পদসংখ্যা: ১টি
বেতন: ৮,৫০০-২০,৫৭০ (গ্রেড-১৯)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান 

৫. পদের নাম: অফিস সহকারী 
পদসংখ্যা: ৫টি 
বেতন: ৮,২৫০-২০,১০০ (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান

আরও পড়ুন: ১৯ জন নেবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এসএসসি পাসেও আবেদন

৬. পদের নাম: ফরাস
পদসংখ্যা: ১টি
বেতন: ৮,২৫০-২০,১০০ (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান

৭.পদের নাম: নৈশ প্রহরী 
পদসংখ্যা: ৩টি
বেতন: ৮,২৫০-২০,১০০ (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান

আবেদন ফি: ১ ও ২ নং পদের জন্য ২০০ টাকা এবং ৩ থেকে ৭ নং পদের জন্য ১০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। 

বয়সসীমা: ১৮-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত আবেদন ফরম স্বহস্তে পূরণ করে আগামী ১৬ অক্টোবরের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ময়মনসিংহ কার্যালয়ের ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পৌঁছাতে হবে। 

অফিশিয়াল ওয়েবসাইট

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

e0a6aee0a6afe0a6bce0a6aee0a6a8e0a6b8e0a6bfe0a682e0a6b9 e0a69ae0a780e0a6ab e0a69ce0a781e0a6a1e0a6bfe0a6b6e0a6bfe0a6afe0a6bce0a6bee0a6b2 e0a6aee0a78de0a6afe0a6bee0a69ce0a6bfe0a6b8e0a78de0


সর্বশেষ সংবাদ