১৩ জন নেবে পানি সম্পদ মন্ত্রণালয়, এসএসসি পাসেই আবেদন

১৩ জন নেবে পানি সম্পদ মন্ত্রণালয়
১৩ জন নেবে পানি সম্পদ মন্ত্রণালয়  © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয়ে। প্রতিষ্ঠানটিতে ০৩টি পদে ১৩ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৩ অক্টোবর পর্যন্ত।  

১.পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে। বয়স সর্বোচ্চ ৩০ বছর।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) 

২.পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর 
পদ সংখ্যা: ০৪
আবেদন যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। (খ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ; (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ। বয়স সর্বোচ্চ ৩০ বছর।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

আরও পড়ুন: এইচএসসি পাসে বিজিবিতে চাকরির সুযোগ, আবেদন শেষ ১৯ সেপ্টেম্বর

৩.পদের নাম: অফিস সহায়ক 
পদ সংখ্যা: ০৮
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বয়স সর্বোচ্চ ৩০ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-২ নং পদের জন্য ২২৩/- টাকা; এবং ৩ নং পদের জন্য ১১২/- টাকা ৭২ ঘন্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন শুরু: ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে: mowr.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

e0a6aae0a6bee0a6a8e0a6bf e0a6b8e0a6aee0a78de0a6aae0a6a6 e0a6aee0a6a8e0a78de0a6a4e0a78de0a6b0e0a6a3e0a6bee0a6b2e0a6afe0a6bc e0a6a8e0a6bfe0a6afe0a6bce0a78be0a697 e0a6ace0a6bfe0a69ce0a78de 2


সর্বশেষ সংবাদ