ডিজিকনে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীদের চাকরির সুযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ০৪:১৬ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৩, ০৪:১৬ PM
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) ও ডিজিকনের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল, ২০২৩) রাজধানীর প্রগতি সরণিতে সিইউবি’র ক্যাম্পাসে দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সিইউবি’র উপাচার্য অধ্যাপক ডঃ এইচ এম জহিরুল হক এবং ডিজিকনের চিফ বিজনেস অফিসার গৌরব গুপ্ত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
আরও পড়ুন: হাতিরঝিলে প্যাডেল বোট থেকে পড়ে গিয়ে একজনের মৃত্যু
চুক্তির মাধ্যমে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা ডিজিকনে চাকরি লাভের সুযোগ পাবে। পাশাপাশি ডিজিকনে প্রশিক্ষণেরও অগ্রাধিকার পাবে সিইউবি’র শিক্ষার্থীরা।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ'র প্রফেসর মুহাম্মদ রিদওয়ানুল হক, সিইউবি’র প্রধান সমন্বয়ক মোহাম্মদ আফিজুর রহমান, এক্সটার্নাল আফ্যেয়ারস ও পার্টনারশিপের প্রধান লামিয়া সেলিম এবং ডিজিকনের মানবসম্পদ বিভাগের প্রধান মোঃ সালাম বীন শওকতসহ অন্যান্য ব্যক্তিবর্গ।