৯-২০তম গ্রেডে তাঁত বোর্ডে নিয়োগ, আবেদন শুরু ৩০ মার্চ

৮৫ পদে তাঁত বোর্ডে নিয়োগ
৮৫ পদে তাঁত বোর্ডে নিয়োগ  © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ তাঁত বোর্ড। প্রতিষ্ঠানটি তাদের রাজস্ব খাতভূক্ত ৮৫ টি স্থায়ী শূন্য পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল পর্যন্ত। 

প্রতিষ্ঠানের নাম
বাংলাদেশ তাঁত বোর্ড

১। পদের নামঃ মূল্যায়ন কর্মকর্তা
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ৯

২। পদের নামঃ হিসাবরক্ষণ কর্মকর্তা
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ৯

৩। পদের নামঃ সহকারী লাইব্রেরিয়ান
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ১২৬০০-৩০২৩০ টাকা
গ্রেডঃ ১১

৪। পদের নামঃ ফিল্ড সুপারভাইজার
পদ সংখ্যাঃ ২৮ টি
বেতনঃ ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেডঃ ১৩

৫। পদের নামঃ অফিস সহকারি
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেডঃ ১৩

৬। পদের নামঃ উচ্চ মান সহকারী
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেডঃ ১৩

৭। পদের নামঃ হিসাব সহকারি
পদ সংখ্যাঃ ২ টি
বেতনঃ ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেডঃ ১৩

৮। পদের নামঃ নিরীক্ষক
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেডঃ ১৩

৯। পদের নামঃ সাটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেডঃ ১৩

১০। পদের নামঃ সাটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপ
পদ সংখ্যাঃ ৩ টি
বেতনঃ ১০২০০-২৪৬৮০ টাকা
গ্রেডঃ ১৪

১১। পদের নামঃ ক্রাফ্টসম্যান
পদ সংখ্যাঃ ২ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬

১২। পদের নামঃ অফিস সহকারি কাম-কম্পিউটার-অপারেটর
পদ সংখ্যাঃ ২০ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬

আরও পড়ুন: ১৩-২০তম গ্রেডে ১৯ জন নিয়োগ দেবে অর্থ মন্ত্রণালয়

১৩। পদের নামঃ কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬

১৪। পদের নামঃ ক্লার্ক কাম টাইপের
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬

১৫। পদের নামঃ দক্ষ তাঁতি
পদ সংখ্যাঃ ২ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬

১৬। পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ৯ টি
বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা
গ্রেডঃ ২০

১৭। পদের নামঃ বার্তাবাহক
পদ সংখ্যাঃ ৩ টি
বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা
গ্রেডঃ ২০

১৮। পদের নামঃ সাহায্যকারী
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা
গ্রেডঃ ২০

১৯। পদের নামঃ নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যাঃ ৫ টি
বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা
গ্রেডঃ ২০

২০। পদের নামঃ পরিছন্নতা কর্মী
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা
গ্রেডঃ ২০

প্রার্থীর বয়স
আবেদনকারী প্রার্থীর বয়স ৩০ মার্চ ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩০ বছর এর মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন করার সময়সীমা
আবেদন শুরু ৩০ মার্চ ২০২৩ সকাল ১০.০০ টা এবং আবেদন গ্রহণের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২৩ বিকাল ৫.০০ টা পর্যন্ত। এই নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের আবেদন করতে হবে।

আবেদন ফি
আবেদন ফি বাবদ প্রার্থীকে ১ ও ২ নং পদের জন্য ৬৬৭ টাকা ৩ নং পদের জন্য ৩৩৪ টাকা এবং ১-১৫ নং পদের জন্য ২২৩ টাকা এবং ১৬-২০ নং পদের জন্য ১০০+১২ টাকা টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদন করার পদ্ধতি
আবেদন করার জন্য বাংলাদেশ তাঁত বোর্ড এর ওয়েবসাইটে (bhb.teletalk.com.bd) এ গিয়ে আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

08d1d840-a898-444e-bd19-f7abcfa83f1f

c8b55d74-ca7f-4510-a194-27d292f4b18c


সর্বশেষ সংবাদ