চবিতে ভর্তি: অটো মাইগ্রেশেনের বিষয়ে নতুন নির্দেশনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের স্বয়ংক্রিয় মাইগ্রেশন বন্ধ (Stop Auto Migration) করার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এতে শিক্ষার্থীদের করণীয় বিষয়ে জানানো হয়েছে। ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রাথমিকভাবে ভর্তিকৃত ছাত্র-ছাত্রী এবং সংশ্লিষ্টদের অবগত করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের বিষয় পছন্দক্রম অনুযায়ী ২য়, ৩য়, ৪র্থ (প্রযোজ্য ক্ষেত্রে) পর্যায়ে বিষয়, বিভাগ বা ইনস্টিটিউট মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশন চলমান থাকবে। এক্ষেত্রে কোনো মাইগ্রেশন ফি প্রযোজ্য হবে না।

তবে কোনো ভর্তিচ্ছু আবেদনকারী যে কোন পর্যায়ে বিষয়, বিভাগ বা ইনস্টিটিউট মনোনয়ন পেয়ে পরবর্তী পর্যায়ের স্বয়ংক্রিয় মাইগ্রেশন প্রক্রিয়ায় নতুন প্রাপ্ত বিষয়, বিভাগ বা ইনস্টিটিউট পেতে অনিচ্ছুক হলে তাকে সংশ্লিষ্ট ইউনিট কো-অর্ডিনেটর বরাবর প্রাথমিক ভর্তির দিনসমূহে স্বয়ংক্রিয় মাইগ্রেশন বন্ধ (Stop Auto Migration) করার আবেদন করতে হবে। 

আরো পড়ুন: মেডিকেল ছেড়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চান মারুফ

পরবর্তী পর্যায়ের স্বয়ংক্রিয় মাইগ্রেশন প্রক্রিয়ায় বিষয়, বিভাগ বা ইনস্টিটিউট মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশের ন্যূনতম দুই কর্মদিবস পূর্বে আবেদনে সংশ্লিষ্ট ইউনিট কো-অর্ডিনেটরের সম্মতি বা অনুমতি নিয়ে সংশ্লিষ্ট আবেদনকারীকে আইসিটি সেল বা হেল্প ডেস্কে যোগাযোগপূর্বক স্বয়ংক্রিয় মাইগ্রেশন বন্ধ (Stop Auto Migration) নিশ্চিত করতে হবে।

অন্যথায় স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশন (Auto Migration) চলমান থাকবে। ছাত্র/ছাত্রীর আবেদনের একটি কপি সংশ্লিষ্ট ইউনিট কো-অর্ডিনেটর এর কার্যালয়ে সংরক্ষণ করতে হবে। বিস্তারিত তথ্যাদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ