২৯ অক্টোবর ২০২১, ১৫:২৬

ইসলামি বই মেলায় বিক্রি বেড়েছে

ইসলামি বই মেলায় বই হাতে এক ক্রেতা   © টিডিসি ফটো

পবিত্র রবিউল আউয়াল উপলক্ষ্যে বায়তুল দক্ষিণ গেইটে আয়োজিত ইসলামি বই মেলায় বিক্রি বেড়েছে বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন প্রকাশনা প্রতিষ্ঠানগুলো।

তারা জানান, মেলা শুরু হওয়ার পর বেচা-কেনা ভাল যাচ্ছিল না। তবে গত কয়েক দিন থেকে ধীরে ধীরে তাদের বিক্রি বেড়েছে।

তবে বই মেলা নিয়ে জাতীয় মিডিয়ায় তেমন প্রচারণা না করার অভিযোগও এসেছে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে।

প্রতি বছরই রবিউল আউয়াল (ইদে মিলাদুন্নবী) উপলক্ষ্যে মাসব্যাপী এ মেলার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। তবে এ বছর করোনা মহামারীর কারণে মেলার সময়সীমা ৩০ দিনের পরিবর্তে ১৫দিন করা হয়েছে। 

গত ২০ অক্টোবর থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ৩ নভেম্বর  পর্যন্ত।