হঠাৎ স্থগিত হল বইমেলার প্রস্তুতি

থমকে আছে বইমেলার প্রস্তুুতি
থমকে আছে বইমেলার প্রস্তুুতি  © সংগৃহীত

প্রতি বছরের মতো ফেব্রুয়ারি মাসে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়ার কথা অমর একুশে বইমেলা। সে অনুযায়ী চলছিল প্রস্তুতি। কিন্তু হঠাৎ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ‘যুব কনভেনশন’ এর জন্য তা চার দিন বন্ধ থাকার উপক্রম হয়েছে। সেজন্য আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল থেকে স্টল ও প্যাভিলিয়ন নির্মাণ কাজ বন্ধ আছে। 

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে উদ্যানের যে অংশে বইমেলার নির্মাণ কাজ চলছিল সেখানে এসে শ্রমিকদের কাজ বন্ধ রাখতে বলেন সংগঠনটির পরিচয় দেওয়া একদল ব্যক্তি। তারা সম্মেলনের জন্য উদ্যান ব্যবহারের অনুমোদন নেওয়ার কথা বলেন। এরপরই কাজ বন্ধ করে দেন শ্রমিকরা। 

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অংশে ‘যুব কনভেনশন’ আয়োজনের অনুমতি দেয় গণপূর্ত অধিদপ্তর।

বাংলা একাডেমির পক্ষ থেকে বইমেলা পরিচালনা কমিটিকে বিষয়টি জানানো হয়েছে। গণপূর্ত অধিদপ্তরকেও জানানো হয়েছে বিষয়টি। বাংলা একাডেমি জানিয়েছে, প্রস্তুতির মাঝে বিরতি দিলে বইমেলার প্রস্তুতিতে ঝামেলা হবে। নির্ধারিত সময়ে মেলা শুরু করা কঠিন হয়ে যাবে।

অমর একুশে বইমেলা-২০২৫ পরিচালনা কমিটির সদস্যসচিব সরকার আমিন জানান, ‘উদ্ভূত সমস্যা নিরসনে গণপূর্ত অধিদপ্তরের সঙ্গে আমাদের আলোচনা চলছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গেও আমরা আলোচনা করব। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

তিনি আরও বলেন, ‘এখন তো প্রতিটা ঘণ্টাই আমাদের কাছে একেকটা দিনের মত। বইমেলার তো আর বেশিদিন নেই। যথাসময়ে প্রস্তুতি শেষ না হলে তো ১ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করা যাবে না।’

তবে এ কয়দিন কাজ বন্ধ থাকলে খুব একটা সমস্যা হবে বলে মনে করেন না  ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির। 

তিনি বলেন,  ‘১৭ তারিখ সম্মেলন হয়ে গেলে, এর পর থেকে কাজ করার জন্য তো আরও সময় থাকবেই।’ 


সর্বশেষ সংবাদ