তসলিমা নাসরিনের বই নিয়ে যা বললেন প্রকাশক

সানজানা মেহেরানা
সানজানা মেহেরানা  © ফাইল ফটো

অমর একুশে বই মেলায় তসলিমা নাসরিন বই রাখা ও বিক্রির অভিযোগে মেলার ১২৮ নম্বর স্টল ভাঙচুরের পর বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এই ঘটনার আগেই স্টলের প্রকাশক সানজানা মেহেরানা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন।

ফেসবুকে স্ট্যাটাস তিনি লেখেন, ‘স্টল থেকে বই সরিয়ে ফেলেছি। বইগুলো নিয়ে আসার সময় কাঁদছিলাম। কেনো কান্না পাচ্ছিলো জানি না। রাগে, দুঃখে, কষ্টে কান্না আসছিলো মনে হয়। 

তিনি আরও লেখেন, তসলিমা দি জানো তো, এই দেশ আসলে আমাদের না। আমাদের দেশ এমন হতে পারে না, আমাদের দেশটা কখনোই কি সুন্দর হবে না? যাই হোক, আমি মেলায় থাকবো। স্টলেই থাকবো। যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে সবার সাথে‘। 

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরেও এক পোস্টে তিনি স্টল ভাঙচুরের খবর জানান। 

কী আছে তসলিমা বইটিতে? এক সাক্ষাৎকারে সব্যসাচীর প্রকাশক ও অভিনেত্রী সানজানা মেহেরানা বলেন, যাঁরা তসলিমার ‘চুম্বন’ বইটির বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন, তাঁরা হয়তো জানেনই না ওটি আসলে একটি ছোটগল্পের সংকলন। কোনও উস্কানিমূলক লেখা নয়। সনজানার উপর চাপ রয়েছে তসলিমার লেখা বই সরিয়ে ফেলার। তাঁর দাবি, যাঁরা তসলিমার ‘চুম্বন’ বইটির বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন, তাঁরা হয়তো জানেনই না ওটি আসলে একটি ছোটগল্পের সংকলন। কোনও উস্কানিমূলক লেখা নয়। 

তার অভিযোগ— প্রতি বছরই তসলিমা নাসরিনের বই প্রকাশ করেন তিনি। বাংলাদেশ বইমেলায় ফি-বছর সেই বই বিক্রিও হয়। সে দেশে তসলিমার উপর নিষেধাজ্ঞা থাকায় অল্পবিস্তর হুমকিও পেতে হয়। কিন্তু কোনও দিনই তা মারাত্মক আকার ধারণ করেনি। তাই ডাকাবুকো অভিনেত্রী মাথা ঘামাননি কখনও। তিনি জানিয়েছেন, এ বছরও তিনি প্রকাশ করেছেন তসলিমার ‘চুম্বন’ বইটি। তার পর থেকেই একের পর এক হুমকিবার্তা আসছে তাঁর কাছে।


সর্বশেষ সংবাদ