২০০০ বছরের পুরনো কঙ্কালের ডিএনএ থেকে মিলল চমকপ্রদ তথ্য
২০১৭ সালে যুক্তরাজ্যের ক্যামব্রিজ ও হান্টিংডনের মধ্যকার সড়ক উন্নয়ন প্রকল্পের খোঁড়াখুঁড়ির সময় এক প্রাচীন দেহাবশেষ আবিষ্কৃত হয়। প্রাথমিকভাবে প্রত্নতাত্ত্বিকরা ধারণা করেছিলেন, এটি স্থানীয় কোনো সাধারণ মানুষের দেহাবশেষ, যা সময়ের সঙ্গে ফসিলে পরিণত হয়েছে। কিন্তু গবেষণায় জানা যায়, এটি দুই হাজার বছর আগের এক ব্যক্তির কঙ্কাল, যার পরিচয় গবেষকদের চমকে দেয়।