শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন

নবনির্মিত শহীদ মিনার
নবনির্মিত শহীদ মিনার  © সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শেকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া এর উদ্বোধন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. অলোক কুমার পাল, ড. এম. এ. ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আলী, গবেষণা পরিচালক প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক, ইনস্টিটিউট অব সিড টেকনোলজির পরিচালক প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, নীল দলের নেতৃবৃন্দ, প্রক্টর ড. মো. হারুন-উর-রশিদ, রেজিস্টার শেখ রেজাউল করিম, বিভিন্ন হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যান, শেকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারী নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ