শেকৃবিতে কোনো ধরনের র্যাগিং ও বুলিং নেই: উপাচার্য
- শেকৃবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৩:৫৭ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ০৩:৫৭ PM
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেছেন, এই বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের র্যাগিং ও বুলিং নেই। যদি কেউ এইটার সঙ্গে জড়িত থাকে, তাহলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ১০০ শতাংশ আবাসন সুবিধা রয়েছে। বাংলাদেশের খুব কম বিশ্ববিদ্যালয়ই এই সুবিধা দিতে পারে।
৬ জানুয়ারি (সোমবার) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে বিভিন্ন অনুষদের লেভেল-১, সেমিস্টার-১-এর নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন-২০২৪ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কৃষি উন্নয়নের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা গ্র্যাজুয়েটরা বাংলাদেশসহ বিভিন্ন দেশে কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আজকে আমরা যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এইটা সম্ভব হয়েছে কৃষিবিদদের জন্যই। কৃষিবিদদের জন্যই আমরা আজ বিভিন্ন উন্নত জাতের ফসল, ফল, সবজি পাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহা: আশাবুল হকের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আবুল বাশার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অবিভাবকসহ নবীন শিক্ষার্থীরা।