সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাকৃবির সাবেক শিক্ষার্থীর

মো. ইমরান খান
মো. ইমরান খান  © ফাইল ছবি

সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক শিক্ষার্থী মো. ইমরান খান নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গায় এই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে টায় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পুরাতন বাজার এলাকায় ইটভাটার মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে ইমরান খানের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর জখম হন ইমরান খান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোর্শেদ আলম বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

মো. ইমরান খান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের সাবেক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শ্রীবাড়ি। তার পিতা মো. মোতালেব হোসেন ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ।


সর্বশেষ সংবাদ