দুই পক্ষের সংঘর্ষ, সিকৃবি ছাত্রলীগকে শোকজ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ  © লোগো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শাখা ছাত্রলীগকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গত ৬ জানুয়ারি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হলেও জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় এই কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

বুধবার (১১ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগের অফিসিয়াল প্যাডে কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়,  ‘বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, গত ৬/০১/২০২৩ তারিখে বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখায় সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব উল্লেখিত ইউনিট-কে আগামী ৭ দিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

আরও পড়ুন: দুপক্ষে সংঘর্ষের পর চবি ছাত্রলীগকে কারণ দর্শানোর নোটিশ

এ বিষয়ে সিকৃবি ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বলেন, ‘আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি কেন্দ্রীয় ছাত্রলীগকে জানাবো এবং তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো।’

এর আগে, গত ০৬ জানুয়ারি সিকৃবি ছাত্রলীগের কৃষি অর্থনীতি ও ব্যাবসায় শিক্ষা অনুষদীয় সাংগঠনিক ইউনিটের কর্মী সভাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ হয়। এতে  অন্তত ১০ জন আহত হন।


সর্বশেষ সংবাদ