রাবির প্রশাসনিক ভবনে আন্দোলনে শিক্ষার্থীরা, শুরু হয়নি ভর্তি কমিটির সভা

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে আন্দোলন করায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভা শুরু হয়নি। আসন বণ্টন নিয়ে জটিলতা নিরসনে আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১২টায় ভর্তি উপ-কমিটির এ সভা হওয়ার কথা ছিল।

বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষককে চেয়ারম্যান হিসেবে নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে প্রশাসনিক ভবন ঘেরাও করে তারা বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে নিজ বিভাগের শিক্ষকদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগ দিতে হবে।

এ আন্দোলনের কারণে নির্ধারিত সময়ে সভা শুরু হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার। তিনি দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ সভা শুরু না হলে আগামীকাল হতে পারে।

আরো পড়ুন: রাবির ট্যুরিজম বিভাগ থেকেই চেয়ারম্যান নিয়োগের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জানা গেছে,  আসনবিন্যাস নিয়ে রাজশাহী, রংপুর ও খুলনার শিক্ষার্থীরা শিক্ষার্থী জটিলতায় পড়ায় সভা ডাকা হয়।এক বিভাগের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আসন পড়েছে অন্য বিভাগে। শিক্ষার্থীদের ভোগান্তি কীভাবে কমানো যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সভা। 

বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পরীক্ষার্থীদের একটি অংশের জন্য সমস্যা তৈরি হওয়ায় বিষয়টি পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি ভিত্তিতে ভর্তি উপকমিটির সভা আহবান করেছে।


সর্বশেষ সংবাদ