ইজতেমার কারণে পেছানো ঢাবির ভর্তি পরীক্ষা ফের একই দিনে, যা বলছে কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

বিশ্ব ইজতেমার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রথমবর্ষ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছিল। ইজতেমার তারিখ নতুন করে ঘোষণা করায় একই দিনে পড়েছে দুই আয়োজন। তবে নতুন করে আর তারিখে পরিবর্তন করা সম্ভব নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ইজতেমার কারণে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান রবিবার (২৬ জানুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, নতুন করে আর তারিখ পরিবর্তনের সুযোগ নেই। আগেরবার অপশনে অনেক তারিখ ছিল। এবার সে সুযোগ নেই। ফলে নির্ধারিত তারিখ ১৫ ফেব্রুয়ারিই বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, বিশ্ব ইজতেমার দুই পর্বের নতুন তারিখ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে একটি খসড়া জারি করা হয়েছে। সে অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি টঙ্গীতে প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি।

সিনিয়র সচিব ও শুরায়ী নিজামের মুরব্বিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খসড়ায় জানানো হয়েছে। দ্বিতীয় পর্ব চলাকালীন ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার সময় নির্ধারিত রয়েছে। তবে এবার তিন পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলেও খবর এসেছে।

আরো পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ‘আত্মহত্যা’ 

শুরায়ি নিজামের ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শুরায়ি নিজাম ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ও ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দু’ভাগে ইজতেমা করবে।

আর মাওলানা সাদ আহমদ কান্ধলভী অনুসারী ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, তারা ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ইজতেমার আয়োজন করবেন। এ সময়ের মধ্যে হবে ঢাবির ভর্তি পরীক্ষা।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আগামী ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট এবং ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ৩ জানুয়ারি আইবিএ ইউনিট, ৪ জানুয়ারি চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন) এবং ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ