৭ সেবা নিয়ে ঢাবিতে ভর্তিচ্ছুদের পাশে ছাত্রদল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৬:৩৯ PM , আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ০৬:৩৯ PM

আজ শনিবার (২৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ সেশনের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের অন্য ৭টি বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কলা ভবন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এদিকে, ঢাবিতে ভর্তিচ্ছুদেরকে সার্বিক সহযোগিতা করতে সকাল থেকেই ক্যাম্পাসের ১৪টি স্থানে ওয়ান স্টপ সহায়তা কেন্দ্র থেকে ৭ ধরনের সেবা নিয়ে অবস্থান করতে দেখা গেছে ছাত্রদল নেতাকর্মীদের। এসময় তারা ভর্তিচ্ছুদের পরীক্ষার হল খুঁজে দেওয়া, শিক্ষা উপকরণ বিতরণ করতেও দেখা যায়।
এই কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনসহ বিভিন্ন নেতাকর্মীদের দেখা গেছে।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন বলেন, ছাত্রদলের পক্ষ থেকে আমরা পরীক্ষা প্রতিটি কেন্দ্রের সামনেই ভর্তিচ্ছুদের নানাবিধ সহায়তায় পাশে থাকার চেষ্টা করছি। তারা সবাই যেন সুস্থভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেটাই আমাদের লক্ষ্য ছিল।
জানা গেছে, ক্যাম্পাসের ১৪টি স্থানে ওয়ান স্টপ সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে- বুথ ১:স্যার এ এফ রহমান হল সংলগ্ন; বুথ ২: আই ই আর-মলচত্বর সংলগ্ন; বুথ ৩: এফবিএস সংলগ্ন; বুথ ৪: কলাভবনের মেইন গেট সংলগ্ন; বুথ ৫: কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন; বুথ ৬: হাকিম চত্বর; বুথ ৭. মোতাহার হোসেন ভবন সংলগ্ন; বুথ ৮: মোকাররম ভবন সংলগ্ন; বুথ ৯: উদয়ন বিদ্যালয় সংলগ্ন; বুথ ১০: কার্জন হল সংলগ্ন; বুথ ১১: টিএসসি সংলগ্ন; বুথ ১২: চারুকলা সংলগ্ন; বুথ ১৩: সমাজকল্যাণ ইনস্টিটিউট সংলগ্ন এবং বুথ ১৪: লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন।
এসব বুথে যেসব সহযোগিতা ছিল তার মধ্যে রয়েছে- পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্যসেবা; ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় উপকরণ (কলম ও ফাইল) বিতরণ; সুপেয় পানির ব্যবস্থা; অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা; জরুরি ক্ষেত্রে, পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য যাতায়াত সহযোগিতা; প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং সংশ্লিষ্ট অন্যান্য জরুরি সহায়তাসমূহ।