চবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:২১ PM , আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ১০:৩১ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদনের সমায় বাড়ানো হয়েছে। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল বুধবার (১৫ জানুয়ারি) এ প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। আবেদন শুরু হয়েছে গত ৩ জানুয়ারি। ৪ জানুয়ারি থেকে ফি জমা দিতে পারছেন আবেদনকারীরা।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন এবং আবেদন ফি জমা দেয়ার সময়সীমা বর্ধিত করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ৫ম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভার সিদ্ধান্তক্রমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন এবং আবেদন ফি জমা দেয়ার সময়সীমা আগামী ২০ জানুয়ারি রাত ১১টা ৫৯টা পর্যন্ত বর্ধিত করা হলো। আবেদনের অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। এ সম্পর্কিত বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।
ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, আবেদনকারী বিকাশ বা রকেটের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে পারবেন। নির্দিষ্ট অঙ্কের আবেদন ফি সঠিকভাবে জমা হলে আবেদনকারীর দেয়া মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
আবেদনকারীর প্রোফাইলের ‘Application’ ট্যাবে সংশ্লিষ্ট ইউনিট/উপ- ইউনিট বক্সে ‘Application Status Table’ -এ Bill Number এর পাশে সবুজ রংয়ে Paid লেখা দেখা যাবে এবং সেই ইউনিট/উপ-ইউনিটের ‘Payment Slip’ বাটন দেয়া থাকবে। উক্ত বাটনে ক্লিক করে টাকা জমার রসিদ ( Payment Slip) ভর্তি পরীক্ষা শুরুর এক ঘন্টা পূর্ব পর্যন্ত ডাউনলোড করা যাবে।
আরো পড়ুন: কুবির শূন্য আসনে ভর্তির সুযোগ উত্তীর্ণ শিক্ষার্থীদের
আবেদন ফি জমাদান শেষে বিকাশ বা রকেট হতে প্রাপ্ত ট্রানজেকশন আইডি (TrxID) ও সিস্টেম হতে প্রাপ্ত Payment Slip সংরক্ষণ করতে হবে। উল্লেখ্য যে, আবেদন ফি সঠিকভাবে প্রদান করা না হলে আবেদনকারী সংশ্লিষ্ট ইউনিট/উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকরতে পারবেন না।
ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, এবার কোটাধারীদের পাস নম্বর বাড়িয়ে ৪০ করা হয়েছে। গত বছর ছিল ৩৫। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে (https://admission.cu.ac.bd)-এ অনলাইনে আবেদন প্রক্রিয়া অনুসরণ করে ভর্তিচ্ছুদের আবেদন সম্পন্ন করতে হবে। গতবারের মতো এবারও প্রতি ইউনিট/উপ-ইউনিটের আবেদন ফি ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সাথে প্রসেসিং ফি বাবদ ১০০ টাকা কাটা হবে।
আগামী ১ মার্চ ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। ৮ মার্চ ‘বি’ ইউনিট, ১৫ মার্চ ‘সি’ ইউনিট এবং ২২ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদন প্রক্রিয়ার নিয়মাবলি চবির ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।