গুচ্ছের শূন্য আসনে ফের ভর্তির সুযোগ, বন্ধ করতে হবে মাইগ্রেশন

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী  © ফাইল ফটো

২০২৩-২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১২ জানুয়ারি (রোববার) থেকে বিশ্ববিদ্যালয়ভিত্তিক আলাদা প্রক্রিয়ায় ভর্তি নেওয়া হবে। এর আগে মাইগ্রেশন বন্ধ করতে হবে শিক্ষার্থীদের। গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ জানুয়ারি হতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় শূন্য আসনে ভর্তির বিষয়টি প্রক্রিয়াধীন। এ অবস্থায় কোনো শিক্ষার্থী মাইগ্রেশন (Subject/University Migration) বন্ধ করতে চাইলে জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) রাত ১১টা ৫৯মিনিটের মধ্যে তা (Migration Stop) সম্পন্ন করতে হবে।

প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ইতোপূর্বে কোনো বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করে থাকলে এবং এ পর্যায়ে জিএসটির অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে সর্বশেষ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। তবে মূল কাগজপত্র এখন স্থানান্তরের প্রয়োজন নেই।

আরো পড়ুন: ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে তথ্য নেই এনটিআরসিএ’র কাছে

সেক্ষেত্রে পূর্বে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি বাবদ প্রদেয় অর্থ (সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে) ফেরতযোগ্য। প্রত্যেক শিক্ষার্থীর মূল কাগজপত্র সর্বশেষে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে।  প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটির বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।


সর্বশেষ সংবাদ