গুচ্ছের ‘বি’ ইউনিটের বাংলা অংশের সমাধান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ আগস্ট ২০২২, ০৩:৪৮ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২২, ০৩:৪৮ PM
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মানবিক অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (১৩ আগস্ট) বেলা ১২টায় শুরু হয়েছে। শেষ হয় দুপুর ১টায়। নিম্নে গুচ্ছের মানবিক বিভাগের 'বি' ইউনিটের বাংলা প্রশ্নোত্তর দেওয়া হলো-
০১। ‘মাঠে পাকা ধান দেখে যাদের মনে ভক্তিভাব জেগে ওঠে মজিদের দৃষ্টিতে তারা কীসের পূজারী?
উত্তর: ভূত
০২। মজিদকে প্রথমবার দেখে জমিলা কী ভেবেছিল?
উত্তর: শ্বশুর
০৩। গঠনরীতির দিক থেকে 'তাহারেই পড়ে মনে’ কী ধরনের রচনাবলী?
উত্তর: সংলাপনির্ভর
০৪। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়?
উত্তর: ব্যথার দান
০৫। অসমাপ্ত আত্মজীবনীতে কত সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ঘটনাবলি স্থান পেয়েছে?
উত্তর: ১৯৫৫
০৬। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় সালামের হাত থেকে নক্ষত্রের মতো কী ঝরছে?
উত্তর: বর্ণমালা
০৭। ‘…. অনাহারে মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেহ আইসে নাই’- উক্তিটি কার?
উত্তর: মার্জার
০৮। ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশটুকু মেঘনাদবধ কাব্যর কোন সর্গ থেকে নেয়া হয়েছে?
উত্তর: ষষ্ঠ
০৯। ‘আহ্বান’ গল্পে বুড়ি কে?
উত্তর: জমির করাতির স্ত্রী
১০। ‘trilogy’ এর পরিভাষা কী?
উত্তর: ত্রয়ী
১১। কোনটি ফারসি উপসর্গ?
উত্তর: নিম
১২। ‘সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর’ কী নাম তার?
উত্তর: শঙ্খমালা
১৩। যে উপমায় উপমেয়, উপমান, সাধারণ ধর্ম তুলনাবাচক শব্দ উপস্থিত থাকে তাকে কী বলা হয়?
উত্তর: পূর্ণোপমা
১৪। ধ্বনি পরিমাপের ক্ষুদ্রতম মানদণ্ডকে কী বলা হয়?
উত্তর: মাত্রা
১৫। ‘তদন্ত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তর: অনুশীলন
১৬। ‘সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান’ হচ্ছে
উত্তর: কবিতা
১৭। 'রক্তে আমার অনাদি অস্থি' কবিতায় 'প্রাণের জাহাজ দ্বারা কী বোঝায়?
উত্তর: জনতা ও জনসম্পদ
১৮। বাংলাদেশ জাতীয় জাদুঘর কত সালে যাত্রা শুরু করে?
উত্তর: ১৯১৩
১৯। কোনটি রোকেয়া সাখাওয়াত হোসেনের গ্রন্থ নয়?
উত্তর: উদাত্ত পৃথিবী
২০। বৃক্ষ কীসের ইঙ্গিত দেয়?
উত্তর: বৃদ্ধি ও প্রশান্তি
২১। 'মনু + ষ্ণ'-এর মূল ভাব কোনটি?
উত্তর: মানব
২২. বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি?
উত্তর: জিহ্বা
২৩। চৌঠা কোন বাচক শব্দ?
উত্তর: তারিখবাচক
২৪। নূরলদীন কোন অঞ্চলের কৃষকনেতা ছিলেন?
উত্তর: রংপুর-দিনাজপুর
২৫। কোনটি 'সড়গড়' শব্দের অর্থ নয়?
উত্তর: অসংগত
২৬। কোনটি অনুকার অব্যয়ের দ্বিরুক্তি নয়?
উত্তর: লাল লাল
২৭। বিদেশি শব্দের বানানের ক্ষেত্রে কোন ধ্বনির ব্যবহারের প্রয়োজন নেই?
উত্তর: ষ
২৮। ‘আহ্বান’ শব্দটির শুদ্ধ উচ্চারণ কোনটি?
উত্তর: আওভান
২৯। সিরাজ-উদ্-দৌলা নাটকে ঘসেটি বেগমের পালক পুত্রের নাম কী?
উ
ত্তর: শওকত জং
৩০। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঐকতান’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
উত্তর: জন্মদিন
৩১। ‘আব্বুকে ছোটোমামার মতো দেখাচ্ছে। আব্বু তা হলে মুক্তিবাহিনী তাই না?’ এখানে আব্বুর নাম কী?
উত্তর: নূরুল হুদা
৩২। ‘কথায় পটু’ কোন ধরনের সমাস?
উত্তর: অলুক বহুব্রীহি
৩৩। মাঘের শেষ দিনকে এক কথায় কী বলা হয়?
উত্তর: সংক্রান্তি
৩৪। শব্দের শেষে কোনটি যুক্ত হওয়ার পরে আর কিছু যুক্ত হয়
উত্তর: বিভক্তি
৩৫। ‘ভূষণ্ডির কাক’ বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত?
উত্তর: দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি