রাবি ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়া ঢাবি ছাত্রীর অ্যাকাউন্টে কত টাকা?

রাবির ভর্তি পরীক্ষার সময় ঢাবি ছাত্রীসহ আটক তিনজন
রাবির ভর্তি পরীক্ষার সময় ঢাবি ছাত্রীসহ আটক তিনজন  © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। এরমধ্যে একজন ছাত্রী। তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) তাদেরকে আটক করা হয়।

আটক ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি রাবির ‘এ’ ইউনিটের তৃতীয় শিফটে ৬২৮২৮ রোলের প্রার্থীরি পরিবর্তে পরীক্ষা দিচ্ছিলেন। 

আগে থেকে গোয়েন্দা নজরদারিতে থাকায় ধরা পড়ে যান ওই ছাত্রী। পরীক্ষা চলাকালে তাকে আটক করে প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু প্রক্সি দেওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।

আরো পড়ুন: বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ভাড়ায় খাটলেন ঢাবির ছাত্রছাত্রী

দফায় দফায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বিষয়টি স্বীকার করেন তিনি। এ সময় তার মোবাইল চেক করে ব্যাংক একাউন্টে ৩ লাখ ৩২ হাজার ৫৫১ টাকা পাওয়া যায়। আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায়ও প্রক্সি দিয়েছিলেন ঢাবির ওই ছাত্রী। তিনি তিনজন প্রার্থীকে পাস করিয়েছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক জানান, ঢাবি ছাত্রীকে আইনশৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদ করেছে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য তারা পেয়েছেন। পরীক্ষায় জালিয়াতির জন্য কারাদণ্ড দেয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ