রাবির ভর্তিযুদ্ধ শুরু আজ

রাবি ভর্তিযুদ্ধের জন্য শেষ মূহুর্তে প্রস্তুতিতে ভর্তিচ্ছুরা
রাবি ভর্তিযুদ্ধের জন্য শেষ মূহুর্তে প্রস্তুতিতে ভর্তিচ্ছুরা  © টিডিসি রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ সোমবার থেকে। শেষ মুহূর্তে যে যেভাবে পারছেন প্রস্তুতি সেরে নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের মসজিদ-মন্দির এমনকি জিমনেসিয়ামেও চলতে ভর্তিচ্ছুদের শেষ মুহূর্তের প্রস্তুতি। আজ চূড়ান্ত পরীক্ষায় অংশ নিচ্ছেন তাঁরা।

জানা গেছে, ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের থাকার জায়গা করে দিতে জিমনেসিয়াম, মসজিদ-মন্দিরসহ বেশ কিছু সংরক্ষিত স্থান উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা বজায় রাখতে ১৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাতে সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের মসজিদে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অবস্থান করছেন। শেষ সময়ে তারা নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও ছাত্রদের জন্য পৃথক দুটি জিমনেসিয়াম, মন্দির ও সবগুলো আবাসিক হলে ভর্তিচ্ছুরা অবস্থান নিয়েছেন। তারা সবাই নিজেদের প্রস্তুতি সেড়ে নিচ্ছেন।

মসজিদে ভর্তি প্রস্তুতি নেওয়া সোহান আহমেদ জানান, রাজশাহীতে পরিচিত কেউ নেই। তাই মসজিদেই অবস্থান নিয়েছি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশও অনেক ভালো। ভর্তি প্রস্তুতি বেশ ভালো। আশা করছি, ভালো কিছুই হবে।

আরো পড়ুন: ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত রাবি, ব্যবস্থাপনায় খুশি

ছাত্রী জিমনেসিয়ামে অবস্থান করা স্বর্ণা জামান বলেন, আগে থেকেই প্রস্তুতি অনেক ভালো। এখন যেখানে যতটুকু সময় পাচ্ছি প্রস্তুতি সেরে নিচ্ছি। এখন পর্যন্ত সবকিছু ভালো আছে। এই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অনেক আগে থেকে। সেভাবেই প্রস্তুতি নিয়েছি।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৭ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষা অংশ নেবেন এক লাখ ৭৮ হাজার ভর্তিচ্ছু। প্রতি আসনের বিপরীতে ৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।


সর্বশেষ সংবাদ