পরীক্ষা ভালো দিয়েছেন বেলায়েত, তবে....
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ জুন ২০২২, ০৩:২৯ PM , আপডেট: ১১ জুন ২০২২, ০৩:৪৮ PM

৫৫ বছর বয়সে এসেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার স্বপ্ন পূরণের প্রথম ধাপ সম্পন্ন করেছেন গাজীপুরের বেলায়েত শেখ। আজ শনিবার বয়সের বাধা ও সমাজের নানা তিরস্কার উপেক্ষা করে বহু প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন তিনি । পরীক্ষা শেষে তিনি জানালেন, পরীক্ষা ভালোই দিয়েছেন।
তবে ঢাবিতে ভর্তিচ্ছু তরুণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারবেন কি না, তা নিয়ে সংশয়ও জানান তিনি।
এক গণমাধ্যমকে বেলায়েত বলেন, “পরীক্ষা দিয়ে আমার কাছে খুব ভালো লাগছে। বয়সের তুলনায় ভালোই পরীক্ষা দিয়েছি। কিন্তু ইয়াং জেনারেশনের সঙ্গে কতটা পারব..., তা আল্লাহর উপর ভরসা।”
পরীক্ষা শেষে তিনি বাকি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমার তো শেষ বয়স, আমি একা সাগর পাড়ি দেওয়ার প্রস্তুতি নিয়েছি; আমার সঙ্গে যারা পরীক্ষা দিয়েছে তারা একটা ছোট্ট খাল পাড়ি দিয়েছে।
এইচএসসির বিভাগ পরিবর্তনের এই ইউনিটে বেলায়েত শেখ বাণিজ্য বিভাগ থেকে অংশগ্রহণ করেছেন। তার ভর্তি পরীক্ষার আসন পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনে।
উল্লেখ্য, আর্থিক দুরবস্থা ও বাবার অসুস্থতার কারণে ১৯৮৩ সালে নবম শ্রেণি পর্যন্ত পড়ার পর লেখাপড়া থেকে ছিটকে গিয়ে সংসারের হাল ধরেছিলেন বেলায়েত শেখ।
বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা নিয়ে নিজের ‘অপূর্ণতা’ তিনি পূরণ করতে চেয়েছিলেন ভাই-বোনদের মাধ্যমে, পরবর্তীতে সন্তানদের দিয়ে। কিন্তু তা পূরণ না হওয়ায় আক্ষেপ নিয়ে তিনিই আবার পড়ালেখা শুরু করেন।
২০১৭ সালে ঢাকার বাসাবোর দারুল ইসলাম আলিম মাদরাসা থেকে ৪ দশমিক ৪৩ জিপিএ নিয়ে তিনি এসএসসি (ভোকেশনাল) পাস করেন। এরপর ২০২১ সালে রামপুরার মহানগর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ ৪ দশমিক ৫৮ পেয়ে পাস করেন এইচএসসি (ভোকেশনাল)।
এরপর থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করেন। গত ১৯ মে বেলায়েত শেখ তার ফেসবুক আইডিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে তা নিয়ে শোরগোল পড়ে যায়।
বেলায়েতের জন্ম ১৯৬৮ সালে; শ্রীপুরের কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে তার সংসার। দৈনিক করতোয়া প্রত্রিকায় শ্রীপুর প্রতিনিধি হিসেবে তিনি কাজ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেলে তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়ার আগ্রহ প্রকাশ করেন।
সর্বশেষ সংবাদ
- ধর্মশিক্ষা বাদ দেওয়ার সুযোগ নেই: শিক্ষামন্ত্রী
- হিন্দুরা দিন দিন মুসলমান হয়ে উঠছে: তসলিমা নাসরিন
- ১৭তম নিবন্ধন নিয়ে যা বললেন এনটিআরসিএ চেয়ারম্যান
- সময় টিভিতে চাকরি, ৩ বেলা ফ্রি খাবার
- ফেসবুকে বন্ধু বাড়ানোর কৌশল
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- এসএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
- জাবির গ্রন্থাগারের সাময়িক ভারপ্রাপ্ত শিক্ষক হলেন অধ্যাপক শামীম
- বিদ্যুৎ সাশ্রয়ে আলোকসজ্জা না করার আহ্বান প্রধানমন্ত্রীর
- সপ্তাহে ২দিন ছুটি, ২৭ হাজার বেতনে এনজিওতে চাকরি
- রাবি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এসি বাস-অ্যাম্বুলেন্স সেবা চালু