মেডিকেলে প্রশ্নফাঁসের প্রলোভন, আটক ১

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন দেয়ার প্রলোভন দেখানোয় একজনকে আটক করেছে পুলিশ। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়।

আটক ওই যুবকের নাম ফারহান আদনান। তাকে ঢাকা মেট্টপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফেসবুক মেসেঞ্জারে একটি গ্রুপ খোলেন ফারহান আদনান। সেই গ্রুপে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন দেয়ার কথা বলে ভর্তিচ্ছুদের কাছে অগ্রিম টাকা দাবি করে সে। এর প্রেক্ষিতে কয়েকজন অভিভাবক বিষয়টি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের জানান। পরবর্তীতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সাইবার ক্রাইম ইউনিটকে বিষয়টি সম্পর্কে অবহিত করলে তথ্য-প্রযুক্তির সহায়তা আদনানকে আটক করা হয়।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষা কাল, কেন্দ্রে যেসব নির্দেশনা মানতে হবে

ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের এডিসি জুনায়েদ আদনানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অভিযোগের ভিত্তিতে আদনানকে আটক করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থীদের প্রশ্নফাঁসের প্রলোভন দেখানোর কিছু স্ক্রিন শট আমাদের কাছে ছিল। সেগুলো আমরা সাইবার ক্রাইম ইউনিটকে দিয়েছিলাম। এরপর তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই।

প্রসঙ্গত, দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। ঢাকাসহ সারাদেশে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।

পরীক্ষা কেন্দ্রে ভর্তিচ্ছুদের অবশ্য পালনীয় হিসেবে বেশ কিছু নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। নির্দেশনার মধ্যে কেন্দ্রে মাস্ক পরা বাধ্যতামূলক। শারীরিক দূরত্ব বজায় রাখা হবে। হাত ঘড়ি, পকেট ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোনসহ কোন ধরনের ইলেক্ট্রনিক সামগ্রী নিয়ে পরীক্ষা হলে প্রবেশ নিষেধ। কেন্দ্রে কর্তব্যরত হল সুপার, শিক্ষকসহ পরীক্ষায় নিয়োজিত সকল ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।


সর্বশেষ সংবাদ