‘সেকেন্ড টাইম’ থাকবে— আশা ঢাবির দুই অধ্যাপকের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৭ AM , আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৭ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম থাকবে বলে আশা ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ‘হক কথা’ নামক একটি ফেসবুক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে এই আশাবাদ ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ফাহমিদুল হক।
অনুষ্ঠানে সামিনা লুৎফা বলেন, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার যে দাবিটি উঠেছে সেটি নিয়ে আমার মনে হয় অমাদের কিছু করতে হবে না। কেননা এই বিষয়ে উপর থেকে কথাবার্তা হচ্ছে। আর উপর থেকে চাওয়া হলে অনেক কিছুই হয়।
আরও পড়ুন: শিক্ষার্থীদের দ্বিতীয়বার সুযোগ পাওয়া যৌক্তিক— রাবি অধ্যাপক
অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি শিক্ষার্থীদের আকুতিটা দেখে থাকে কিংবা বুঝে থাকে তাহলে আমার মনে তারা শিক্ষার্থীদের এই দাবি মেনে নেব। আমরা আশা করছি ঢাবিতে সেকেন্ড টাইম থাকবে।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা। এই দাবিতে ঢাবিতে বেশ কয়েকবার অবস্থান কর্মসূচিও পালন করেছেন তারা।
আরও পড়ুন: ‘সিলেকশন’ নিয়ে ভর্তিচ্ছুদের কপালে চিন্তার ভাজ
শিক্ষার্থীরা বলছেন, যারা প্রথমবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো বিষয় পায় না তাদের মধ্যে অল্প সংখ্যক শিক্ষার্থী দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো বিষয় পাওয়ার আশায়। চতুর্থ শিল্প বিপ্লব মাথায় রেখে যুগোপযোগী বিষয়গুলোতে শিক্ষার্থীদের পড়তে চাওয়াটা স্বাভাবিক। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ মেডিকেল ভর্তি পরীক্ষার মতো নম্বর কর্তন করার বিধান রেখে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিতে পারে। এছাড়া যারা প্রথমবারেই চান্স পেয়ে ভর্তি আছে, তারা আর পরীক্ষা দিতে পারবে না এমন শর্ত দিয়েও ঢাবিতে সেকেন্ড টাইম পরীক্ষার সুযোগ দেওয়া যেতে পারে।