মেরিটাইম ইউনিভার্সিটিতে ভর্তি: ন্যূনতম জিপিএ থাকলেই দেওয়া যাবে পরীক্ষা

চট্টগ্রামে নির্মাণাধীন বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের নকশা
চট্টগ্রামে নির্মাণাধীন বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের নকশা  © সংগৃহীত

বাংলাদেশের একমাত্র পাবলিক মেরিটাইম ইউনিভার্সিটি বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতক ভর্তি আবেদন প্রক্রিয়া চলছে। অনলাইনের মাধ্যমে গত ১০ নভেম্বর থেকে আবেদন করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টির পরীক্ষার ক্ষেত্রে মানবণ্টন, পরীক্ষার তারিখসহ বিভিন্ন বিষয়ে ফ্যাকল্টিভিত্তিক নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সার্কুলারে উল্লিখিত ন্যূনতম জিপিএ থাকলে আবেদনকারী সবাই পরীক্ষা দিতে পারবেন।

এ বছর চারটি ফ্যাকাল্টির অধীনে পাঁচটি ডিপার্টমেন্টে শিক্ষার্থী ভর্তি করা হবে। সেগুলো হলো- বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি, বিএসসি (অনার্স) ইন মেরিন ফিসারিজ, বিএসসি ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল’ ও বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস।

ভর্তি নির্দেশিকায় বলা হয়েছে, মোট ১০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাতালিকা তৈরি করা হবে। ভর্তি পরীক্ষার লিখিত (এমসিকিউ) নম্বরকে মোট নম্বরের ৬০ শতাংশ এবং অবশিষ্ট ৪০ শতাংশ এর মধ্যে মাধ্যমিক/সমমান পরীক্ষায় ২০ ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় ২০ শতাংশ রূপান্তর করা হবে।

আবেদনের যোগ্যতা ও পরীক্ষার বিষয়:
১. ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স: বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি ও বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ।

ক. বিজ্ঞান শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ সহ উত্তীর্ণ হতে হবে।

খ. উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষার গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান এ পাঁচটি বিষয়ের মধ্যে যেকোনো দুটি বিষয়ে ‘এ’ গ্রেড এবং অন্যান্য সকল বিষয়ে ‘বি’ গ্রেড থাকতে হবে।

গ. ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রে ‘ও’ লেভেলে গণিতসহ ন্যূনতম পাঁচটি বিষয়ে কৃতকার্য হতে হবে। দুই এর অধিক বিষয়ে ‘সি’ গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। ‘এ’ লেভেলে গণিত, জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানসহ ন্যূনতম তিনটি বিষয়ে কৃতকার্য হতে হবে। একের অধিক ‘সি’ গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান, এই পাঁচ বিষয়ে যথাক্রমে ২০ নম্বর করে মোট ১০০ নম্বরে নৈর্ব্যত্তিক পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। এসএসসি জিপিএ ৫০ এবং এইচএসসি জিপিএ ৫০। সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। শুধু ‘Non Programmable’ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে (তালিকা পরবর্তীতে ওয়েবসাইটে প্রকাশ করা হবে)।

২. ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি: বিএসসি ইন নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং।
ক. বিজ্ঞান শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ সহ উত্তীর্ণ হতে হবে।

খ. উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষার ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত এ চারটি বিষয়ের মধ্যে যেকোন দু’টিতে ‘এ’ গ্রেড থাকতে হবে। হবে। অন্যান্য সকল বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।

গ. ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রে ‘ও’ লেভেলে গণিত, পদার্থ, রসায়নসহ ন্যূনতম পাঁচটি বিষয়ে কৃতকার্য হতে হবে। দুইয়ের অধিক বিষয়ে ‘সি’ গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

ঘ. ‘এ’ লেভেলে গণিত, রসায়ন ও পদার্থবিজ্ঞানসহ ন্যূনতম তিনটি বিষয়ে কৃতকার্য হতে হবে। একের অধিক ‘সি’ গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং আইসিটি এই পাঁচ বিষয়ে যথাক্রমে ২০ নম্বর করে মোট ১০০ নম্বরে নৈর্ব্যত্তিক পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। এসএসসি জিপিএ ৫০ এবং এইচএসসি জিপিএ ৫০। সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। উল্লেখ্য, শুধুমাত্র ‘Non Programmable’ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে (তালিকা পরবর্তীতে ওয়েবসাইটে প্রকাশ করা হবে)।

৩. ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি: এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল’।
ক. যেকোন শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.৫০ সহ উত্তীর্ণ হতে হবে এবং সব বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।

খ. ইংরেজি মাধ্যম এর শিক্ষার্থীদের ক্ষেত্রে ‘ও’ লেভেলে ন্যূনতম পাঁচটি বিষয়ে বিষয়ে উত্তীর্ণ হতে হবে। দুই এর অধিক ‘সি’ গ্রেড গ্রহণযোগ্য নয়।

গ. ‘এ’ লেভেলে ন্যূনতম দুই বিষয়ে কৃতকার্য হতে হবে। একের অধিক ‘সি’ গ্রেড আবেদনকারীর আবেদন গ্রহণযোগ্য নয়।
ইংরেজিতে ৩৫ নম্বর, আইসিটিতে ২৫ নম্বর ও এনালাইটিক্যাল এবিলিটিতে ১৫ নম্বর করে মোট ৭৫ নম্বর এবং গণিত/হিসাববিজ্ঞান/সাধারণ জ্ঞান- এ তিনটি বিষয় থেকে যেকোনো একটিতে ২৫ নম্বর, মোট ১০০ নম্বরে নৈর্ব্যত্তিক পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। এসএসসি জিপিএ ৫০ এবং এইচএসসি জিপিএ ৫০। সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। উল্লেখ্য, যেকোনো বিভাগের পরীক্ষার্থীরা গণিত/হিসাববিজ্ঞান/সাধারন জ্ঞান থেকে ইচ্ছামতো একটি উত্তর করতে পারবে এবং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

৪. ফ্যাকাল্টি অব শিপিং এ্যাডমিনিস্ট্রেশন: বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিসটিকস্
ক. যেকোন শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.৫০ সহ উত্তীর্ণ হতে হবে এবং সব বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।

খ. ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রে ‘ও’ লেভেলে ন্যূনতম পাঁচটি বিষয়ে বিষয়ে উত্তীর্ণ হতে হবে। দুইয়ের অধিক ‘সি’ গ্রেড গ্রহণযোগ্য নয়।

গ. ‘এ’ লেভেলে ন্যূনতম দুই বিষয়ে কৃতকার্য হতে হবে। একের অধিক ‘সি’ গ্রেড আবেদনকারীর আবেদন গ্রহণযোগ্য নয়।
ইংরেজিতে ৩৫ নম্বর, আইসিটিতে ২৫ নম্বর ও এনালাইটিক্যাল এবিলিটিতে ১৫ নম্বর করে মোট ৭৫ নম্বর এবং গণিত/হিসাববিজ্ঞান/সাধারন জ্ঞান, এ তিনটি বিষয় থেকে যেকোনো একটিতে ২৫ নম্বর, মোট ১০০ নম্বরে নৈর্ব্যত্তিক পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

আরো পড়ুন: ৮ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, ভাঙছে তিন গুচ্ছ

এসএসসি জিপিএ ৫০ এবং এইচএসসি জিপিএ ৫০। সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। উল্লেখ্য, যেকোনো বিভাগের পরীক্ষার্থীরা গণিত/হিসাববিজ্ঞান/সাধারন জ্ঞান থেকে ইচ্ছামতো একটি উত্তর করতে পারবে এবং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

আবেদনের সময়সীমা: ১০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর
যোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ: ৯ ডিসেম্বর ( সঠিকভাবে সকল তথ্য দিয়ে ফর্ম পূরণ করে সার্কুলারে উল্লিখিত ন্যূনতম জিপিএ থাকলে সবাই পরীক্ষা দিতে পারবেন)।
প্রবেশপত্র ডাউনলোড: ১৫-১৯ ডিসেম্বর
ভর্তি পরীক্ষা: ২০-২১ ডিসেম্বর
পরীক্ষার কেন্দ্র: ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, রাজশাহী
ক্লাস শুরু: এপ্রিল, ২০২৫

আবেদন যেভাবে: আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। ভর্তি নির্দেশিকা ও সার্কুলার পেতে ভিজিট করুন: https://bsmrmu.edu.bd/notice_details/undergraduate-admission-2024-25-notice672f9e8c27c5d


সর্বশেষ সংবাদ