ঢাবিতে ভর্তি: যে নির্দেশনা না মানলে ভর্তিবঞ্চিত হতে পারেন শিক্ষার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ AM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন প্রক্রিয়া চলছে। আবেদন করার সময় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এর মধ্যে ফি জমাদান প্রক্রিয়া সম্পন্ন না হলে জটিলতায় পড়া বা ভর্তি পরীক্ষায় বসার সুযোগ নাও হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি জমা দেয়ার পর অনলাইনে এই ওয়েবসাইট থেকে টাকা জমার রসিদ ডাউনলোড করলে শিক্ষার্থীর আবেদন সম্পন্ন হয়। টাকা জমা দেয়ার পর শিক্ষার্থী রসিদ ডাউনলোড না করে থাকলে তার আবেদনটি অনিষ্পন্ন অবস্থায় রয়ে যায়।
তাই শিক্ষার্থীদের ফি পরিশোধের পর রসিদ ডাউনলোড করে আবেদনটি নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এ নির্দশনা না মানলে ভর্তি পরীক্ষায় বসার ক্ষেত্রে জটিলতায় পড়তে পারেন শিক্ষার্থীলা। এমনকি ভর্তির সুযোগ থেকেও বঞ্চিত হতে পারেন। এবার ৬ হাজার ১০ আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন: ঢাবিতে ভর্তি: ২৪ ঘণ্টায় কত আবেদন পড়ল, কোন ইউনিটে বেশি
ভর্তি নির্দেশিকা অনুসারে, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন রয়েছে ২ হাজার ৯৩৪টি। বিজ্ঞান ইউনিটে আসন ১ হাজার ৮৯৬টি। ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০ আসন রয়েছে। চারুকলা ইউনিটে কোটাসহ আসন ১৩০টি।
বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে সোমবার (৪ নভেম্বর)। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি ১ হাজার ৫০ (এক হাজার পঞ্চাশ) টাকা। আইবিএ’র ফি ১ হাজার ৫০০ টাকা। ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে।