ঢাবি ভর্তি পরীক্ষা

কোচিং কোথায় করেছেন কলা ও সামাজিক বিজ্ঞানের প্রথম প্রিয়ন্তী, জানালেন নিজেই

প্রিয়ন্তী মন্ডল
প্রিয়ন্তী মন্ডল  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মানবিকে প্রথম স্থান অধিকার করেছেন প্রিয়ন্তী মন্ডল। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে পোস্ট করে জানিয়েছেন কোথায় করেছেন কোচিং। তিনি খুলনা সরকারি এম এম সিটি কলেজ কলেজ থেকে এইচএসসি পাশ করেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ৩টার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরি ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।

প্রিয়ন্তী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে লিখেন, ভগবানের অশেষ অশেষ কৃপায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা,আইন ও সামাজিক বিজ্ঞান বিভাগে প্রথম স্থান অর্জন করেছি। আমার এ অর্জনের পেছনে সবচেয়ে বেশি অবদান যে মানুষদের তারা হলো আমার বাবা, মা ও আমার বড় ভাই। তাদের সাহায্য ও ভগবানের কৃপা ছাড়া আমার পক্ষে কোনো ভাবেই এই সাফল্য অর্জন করা সম্ভব ছিল না।

তিনি আরো বলেন, কোচিং সম্পর্কে যদি বলতে হয় আমি শুরু থেকেই ফোকাস খুলনা শাখা তে কোচিং করেছি এবং ফোকাস থেকে সর্বোত্তম সাহায্য পেয়েছি।

উল্লেখ্য, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন দুই হাজার ৯৩৪টি।  তার মধ্যে মানবিক শাখা থেকে উত্তীর্ণদের জন্য এক হাজার ৭০৭টি, বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণদের জন্য ৯৪৪টি, ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ২৮৩টি আসন বরাদ্দ রাখা হয়েছে।  


সর্বশেষ সংবাদ