বুয়েটে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩০ AM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৩ AM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা (প্রিলিমিনারি পরীক্ষা) শুরু হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) প্রথম শিফটের প্রাক-নির্বাচনী পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১১টা পর্যন্ত। পরে দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত।
দিনের প্রথম অংশে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার। এসময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশিত করা হয়েছে। পরবর্তীতে এসব যোগ্যপ্রার্থী গত ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত এই বুয়েট ভর্তির ওয়েবসাইটে প্রবেশপত্র ডাউনলোড করতে পেরেছেন।
এদিকে, মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। এদিন মডিউল ‘এ’ এর ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ও মডিউল ‘বি’ এর ভর্তি পরীক্ষা দুপুর ২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা আগামী ৩১ মার্চ প্রকাশ করা হবে।