ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে যা জানালেন গুচ্ছের আহবায়ক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ০৭:২৩ PM , আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪, ০৭:২৯ PM
গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা শাখা (সি ইউনিট) ও মানবিক বিভাগের (বি ইউনিট) ভর্তি পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তারা বলছেন, আগামী ৮ ও ৯ মার্চ একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রয়েছে। একজন শিক্ষার্থীকে একটি পরীক্ষায় অংশ নেওয়ার পর আরেকটি পরীক্ষায় অংশ নিতে হবে। এতে করে চরম ভোগান্তিতে পড়বেন তারা। তাই ঈদের পর বিজ্ঞানের শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে এই দুই ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি তাদের।
শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাস কথা বলেছে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘৮ ও ৯ তারিখ অনেকগুলো পরীক্ষা থাকলেও একটির সঙ্গে আরেকটির সম্পর্ক নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পৃথক দিনে হবে। কাজেই পরীক্ষা পেছানোর কোনো প্রশ্নই আসে।’
যবিপ্রবি উপাচার্য জানান, ‘আগামী ৮ মার্চ চবির মানবিক বিভাগ এবং ডেন্টালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার সাথে গুচ্ছের ‘সি’ ইউনিটের পরীক্ষার কোনো সম্পর্ক নেই। এছাড়া ৯ মার্চ বুয়েট, চবির ‘সি’ ইউনিট এবং ঢাবির চারুকলার পরীক্ষা হবে। আর গুচ্ছের মানবিক বিভাগের পরীক্ষা হবে। কাজেই একটির সঙ্গে আরেকটির সম্পর্ক নেই।’
অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন আরও বলেন, ‘আমরা ৩০ জুনের মধ্যে গুচ্ছের ভর্তি কার্যক্রম শেষ করতে চাই। এটি করতে হলে ভর্তি পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে নিতে হবে। বিজ্ঞানের ভর্তি পরীক্ষা ঈদের পর আয়োজন করতে হচ্ছে। এটি আামাদের কাজ অনেক পিছিয়ে দিয়েছে। জুলাই মাসের প্রথম সপ্তাহে সব বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর পরিকল্পনা করা হয়েছে। আমরা সেভাবেই আগাচ্ছি।’
জানা গেছে, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনগ্রহণ শুরু হবে আগামী ২৯ জানুয়ারি থেকে। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। পূর্বের ন্যায় আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ৮ মার্চ ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৯ মার্চ ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা এবং ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।