চবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ মে ২০২৩, ০৪:২৬ PM , আপডেট: ০২ মে ২০২৩, ০৪:২৬ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রোগ্রামের এ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
এবারে মোট ৬টি ইউনিটে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদের মধ্যে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ মে, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ মে, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ মে, ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ মে, ‘বি১’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ মে এবং ‘ডি১’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৫ মে অনুষ্ঠিত হবে।
সব ইউনিটের পরীক্ষা সকাল ৯.৪৫ থেকে ১০.৪৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিটি ইউনিটে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে নাট্যকলা বিভাগ, চারুকলা ইনস্টিটিউট, সংগীত বিভাগ এবং ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ভর্তি পরীক্ষায় এমসিকিউয়ের পাশাপাশি ব্যবহারিক পরীক্ষাও অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে মামলা করবে এনসিটিবি
২০২২-২৩ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারটি ইউনিট ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ এবং দুইটি উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ এ মোট ২ লাখ ১৪ হাজার ৩২৯ জন আবেদন করছেন। এবার চবিতে আবেদনের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
উল্লেখ্য, চবিতে চারটি ইউনিট ও দুই উপ-ইউনিটে মোট আসন চার হাজার ১৮৯টি। বাকি ৭৩৭টি আসন বিভিন্ন কোটায় বরাদ্দ রয়েছে। ‘এ’ ইউনিটে আসন এক হাজার ২১৫টি, ‘বি’ ইউনিটে এক হাজার ২২১, ‘সি’ ইউনিটে ৬৪০ ও ‘ডি’ ইউনিটে ৯৫৮টি আসন আছে। উপ-ইউনিটের মধ্যে ‘বি-১’ ইউনিটে ১২৫ ও ‘ডি-১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।