ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রযুক্তি ইউনিটের অর্ধেক আবেদন পড়েছে গার্হস্থ্য অর্থনীতিতে
- টিডিসি প্রতিনিধি
- প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ১২:১৬ PM , আপডেট: ২৮ এপ্রিল ২০২৩, ১২:১৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত প্রযুক্তি ইউনিটে ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তির আবেদন আগামী ৩০ এপ্রিল শেষ হচ্ছে। একইসঙ্গে অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটেরও একই দিন আবেদনের সময় শেষ হচ্ছে। দুইটি ইউনিটেই নির্দিষ্ট সময়ের পর আর আবেদনের সুযোগ থাকছে না।
এর আগে গত ২ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি আবেদন শুরু হয়। একইসঙ্গে শুরু হয় গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের আবেদনও। দুইটি ইউনিটে এখনো আবেদন শেষ না হলেও সর্বশেষ শুক্রবার সকাল পর্যন্ত গার্হস্থ্য অর্থনীতিতে প্রযুক্তি ইউনিটের অর্ধেক আবেদন জমা পড়েছে বলে দ্যা ডেইলি ক্যাম্পাস নিশ্চিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের আবেদন জমা পড়েছে ৪ হাজার ৫৩৯টি আর ঢাবি অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত প্রযুক্তি ইউনিটে আবেদন জমা পড়েছে ৭ হাজর ৯৭০টি।
আরও পড়ুন: সাত কলেজে আবেদনের সময় বাড়ছে না, বেশি পড়েছে কলায়
ভর্তি আবেদন শেষে গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতকের ভর্তি পরীক্ষা আগামী ১০ জুন থেকে শুরু হবে। আর প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৬ জুন।
ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে দেড় ঘণ্টার। ১৬ জুন বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা। ভর্তি–সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য ওয়েবসাইটে (https://collegeadmission.eis.du.ac.bd) প্রদত্ত সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় থাকবে।
গার্হস্থ্য অর্থনীতির ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ জুন (শনিবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।