বুটেক্সের ভর্তি পরীক্ষা ১৬ জুন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন। আজ বুধবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

পরে এই সিদ্ধান্তের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা ভিসি অধ্যাপক মো. শাহ আলিমুজ্জামান বিলাল মৌখিকভাবে নিশ্চিত করেছেন। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে সেখানে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকবে বলে জানা গেছে।

জানা গেছে, বুটেক্সের এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ৬ হাজার শিক্ষার্থী। এইচএসসি পরীক্ষার নাম্বারের ভিত্তিতে নির্ধারিত হবে এই তালিকায় কারা থাকবে। তবে, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজি বিষয়ে সর্বমোট জিপিএ’র ১৯ পয়েন্ট থাকলে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


সর্বশেষ সংবাদ