জানা গেল প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ০৯:৫৩ AM , আপডেট: ২৩ মার্চ ২০২৩, ০৯:৫৩ AM
গুচ্ছভুক্ত তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছেন উপাচার্যরা। আগামী ১৭ জুন এ পরীক্ষা হতে পারে। বুধবার (২২ মার্চ) উপাচার্যদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তি আবেদন গ্রহণের সম্ভাব্য সময়সীমাও নির্ধারণ করা হয়েছে।
সভা সূত্রে জানা গেছে, এবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা গ্রহণের দায়িত্ব পালন করবে। তারা এ বিষয়ে সফটওয়্যারসহ প্রয়োজন কাজ করছে। সময়মতো সবকিছু গুছিয়ে আনতে পারলে আগামী মে মাসের মাঝামাঝি আবেদন গ্রহণ শুরু হতে পারে। এরপর ১৭ জুন পরীক্ষা নেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপ ড. মিহির রঞ্জন হালদার বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বুধবারের সভায় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৭ জুন ঠিক করা হয়েছে। এ বিষয়ে টেকনিক্যাল কমিটি কাজ করছে। সব ঠিক থাকলে এর ২০-২৫ দিন আগে আবেদন গ্রহণ শুরু হতে পারে।
প্রকৌশল গুচ্ছভুক্ত অপর বিশ্ববিদ্যালয় হলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)। গত বছর ভর্তি পরীক্ষার দায়িত্বে ছিল কুয়েট। এর আগে চুয়েট এ দায়িত্ব পালন করে। এবারই প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা গ্রহণের দায়িত্ব পালন করবে রুয়েট।