মেডিকেল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ০৪:২৯ PM , আপডেট: ০৬ মার্চ ২০২৩, ০৪:২৯ PM
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৭ মার্চ) পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। ১০ মার্চ সকাল ১০টায় দেশের ১৯টি কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার মেডিকেল ভর্তিতে নতুন নিয়ম করা হয়েছে। নিয়ম অনুযায়ী, বেসরকারি মেডিকেলে ভর্তির ক্ষেত্রে পাস নম্বর ৪০ পেলেই হবে না, মেধাক্রম থাকতে হবে ৩০ হাজারের মধ্যে। তুলনামূলক যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের স্থান দিতে এই নিয়ম করা হয়েছে।
জানা গেছে, দেশের সরকারি মেডিকেল কলেজগুলো মোট আসন রয়েছে চার হাজার ৩৫০টি। এবার মেডিকেল ভর্তির জন্য মোট আবেদন পড়েছে এক লাখ ৩৮ হাজার। সে হিসেবে প্রায় ৩২ জন আসনপ্রতি লড়বে। আর বেসরকারি মেডিকেলে আসন রয়েছে ছয় হাজার ১৬৮টি। সব মিলিয়ে ১০ হাজার ৫১৮টি আসনের জন্য ভর্তিযুদ্ধে নামবেন শিক্ষার্থীরা। সেক্ষেত্রে আসনপ্রতি প্রায় ১৬ জন পরীক্ষায় বসবেন।
পরীক্ষার প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা পরীক্ষা আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের কেনো সুযোগ নেই। তাই এ ধরনের খবরে কান না দেওয়ার আহবান রইলো।