জাবিতে শূন্য আসনে ভর্তি আবেদন ২৫ সেপ্টেম্বর

ভর্তি পরীক্ষা
ভর্তি পরীক্ষা   © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তিতে শূন্য আসনের বিপরীতে আবেদন গ্রহণ করা হবে। আগামী ২৫ সেপ্টেম্বর এ আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। এদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্থাৎ মাত্র তিন ঘণ্টা সময় পাবেন ভর্তিচ্ছুরা। এছাড়া সশরীরে উপস্থিত হয়ে এ আবেদন করতে হবে ভর্তিচ্ছুকে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বিভিন্ন বিভাগে আসন ফাঁকা সাপেক্ষে শূন্য আসনের তালিকা প্রকাশ করা হয়। জাবির চার ইউনিটে ছাত্রদের ৯৮টি এবং পাঁচ ইউনিটে ছাত্রীদের ৮৯টি আসন শূন্য রয়েছে।

এদিকে জাবিতে শূন্য আসনে ভর্তির আবেদন শেষে আবেদনকারী ভর্তিচ্ছুদের মেধা ও বিষয় পছন্দক্রম অনুযায়ী অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।  

জানা গেছে, ‘এ’ ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং আইআইটিতে ছাত্রদের ৫২টি এবং ছাত্রীদের ৩৫টি আসন ফাঁকা রয়েছে। এছাড়া ‘বি’ ইউনিটের সমাজবিজ্ঞান ও আইন অনুষদে ছাত্রদের ১৫টি ও ছাত্রীদের ১৩টি, ‘সি’ ইউনিটে ছাত্র ও ছাত্রীদের ১৯টি করে মোট ৩৮টি আসন শূন্য রয়েছে।

আরও পড়ুন : ভর্তি নিয়ে গুচ্ছের সভা বৃহস্পতিবার

এছাড়া ‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদে ছাত্রদের ১২টি এবং ছাত্রীদের ১৮টি আসন শূন্য রয়েছে। এদিকে জাবির ‘ই’ ইউনিটে ছাত্রদের কোনো আসন ফাঁকা নেই। তবে ছাত্রীদের নন-বিজনেস গ্রুপে চারটি আসন ফাঁকা রয়েছে।

ভর্তি নিশ্চিতকরণের জন্য শিক্ষার্থীকে ডাউনলোডকৃত ফরমের সাথে এসএসসি ও এইচএসসি/সমমান-এর মূল সনদপত্র, নম্বরপত্র এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার হতে সংগৃহীত মেডিকেল সনদপত্র। বিভাগ কর্তৃক সত্যায়নপূর্বক প্রত্যেকটির ১ (এক) সেট সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি এবং ডীন-এর মাধ্যমে রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় জমা দিতে হবে।


সর্বশেষ সংবাদ